India vs England: লর্ডসের ব্যালকনিতে সৌরভের জার্সি ঘোরানো দেখে দুরন্ত স্পেলের আগে নিজেকে তাঁতিয়েছিলেন আর্চার!
ENG vs IND 3rd Test: ইংল্যান্ডের বিরুদ্ধে রবীন্দ্র জাডেজার লড়াকু অর্ধশতরান সত্ত্বেও ভারতীয় দল ২২ রানে পরাজিত হয়।

লন্ডন: সোমবার, ১৪ জুলাই এক বিরাট জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল ভারতীয় দল। লর্ডসে জিতে (ENG vs IND 3rd Test) সিরিজ়ে ২-১ এগিয়ে যাওয়ার হাতছানি ছিল ভারতের সামনে। তবে ১৯৩ রান তাড়া করতে নেমে শেষমেশ ১৭০ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ম্যাচের পঞ্চম দিন ইংল্যান্ডের হয়ে অধিনায়ক বেন স্টোকস (Ben Stokes) ও জোফ্রা আর্চার (Jofra Archer) বল হাতে আগুন ঝরান। দুইজনেই তিনটি করে উইকেট নিয়ে ভারতে স্বপ্নভঙ্গ করেন। ম্যাচশেষে স্টোকস আর্চারের বিষয়ে কথা বলতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত ঘটনা টেনে আনেন।
স্টোকস জানান পঞ্চম দিনের খেলা শুরুর আগে সোমবারের তারিখের মাহাত্ম্য নিয়ে তিনি আর্চারের সঙ্গে কথা বলেন। সেই সময় আর্চার নাকি তাঁকে জবাবে বলেন আজকের দিনেই কি সৌরভ গঙ্গোপাধ্যায় লর্ডসের ব্যালকনিতে জার্সি ঘুরিয়েছিলেন? স্টোকসকে বলতে শোনা যায়, 'আমি আজ সকালে ওকে জিজ্ঞেস করেছিলাম যে আজকের দিনটার বিশেষত্ব নিশ্চয়ই জান। ভারতীয় দল ওই যখন ৩০০ রান মতো তাড়া করে জিতেছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের (ওই ঘটনা)। ও জানত ওটাই একটা বিশ্বকাপ ফাইনাল ছিল এবং সেটারই আজ ছয় বছর হল। সত্যি বলছি। আমার ওকে মনে করিয়ে দিতে হয় যে না ওই ঘটনা নয়, এই দিনে আমরা বিশ্বকাপ জিতেছিলাম। এই ছেলেটা।'
সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দল ২০০২ সালের ১৩ জুলাই ওই বিখ্যাত ম্যাচটি জিতেছিলেন। তবে ২০১৯ সালের ১৪ জুলাই ইংল্যান্ড ঐতিহাসিক এক ম্যাচে নিউজ়িল্যান্ডকে হারিয়ে লর্ডসে প্রথমবার ৫০ ওভারের বিশ্বকাপ জেতে। সেই ম্যাচেও বেন স্টোকস ও জোফ্রা আর্চারই জয়ের নায়ক ছিলেন। আবারও ছয় বছর পরে বেন স্টোকস ও আর্চার ইংল্যান্ডকে এক স্মরণীয় ম্যাচ জেতালেন। আর্চার ঘটনাক্রমে নিজেদের বিশ্বকাপ জয়ের দিনক্ষণই মনে ছিল না। এই গোটা ঘটনাটা বলতে বলতে স্টোকস কিন্তু নিজেই হেসে ফেলেন।
Same day. Six years apart. Ben Stokes and Jofra Archer delivered for England once again at Lord's 👏#WTC27 #ENGvIND pic.twitter.com/WsPF7hVWkp
— ICC (@ICC) July 14, 2025
ম্যাচের শেষদিন লর্ডসে কিন্তু ভারতীয় মিডল অর্ডার ব্যাটাররা তেমন প্রতিরোধ গড়ে তুলতে না পারলেও রবীন্দ্র জাডেজা লড়াই করেন। তিনি একপ্রান্তে ৬১ রানে অপরাজিত থেকে গেলেও, অপরপ্রান্তে ব্যাটাররা তাঁর সঙ্গ না দেওয়ায় শেষমেশ ভারতীয় দলকে হারতেই হল।




















