Virat Kohli: এক যুগ পরে রঞ্জিতে কোহলি, এই ম্যাচ খেলে কত টাকা পাবেন বিরাট?
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে খেলা ক্রিকেটাররা নিজেদের অভিজ্ঞতা ও ম্যাচ সংখ্যার ওপর ভিত্তি করেই বেতন পান।

নয়াদিল্লি: বিশ্বক্রিকেটের পোস্টার বয় হিসাবে গণ্য করা হয় তাঁকে। প্রতি বছর কোটি কোটি টাকা আয় করেন তিনি। তবে ১৩ বছর পর রঞ্জি ট্রফিতে খেলতে নেমেছেন বিরাট কোহলি (Virat Kohli)। এই ম্যাচ খেলে তাঁর পকেটে কত টাকা ঢুকবে?
অতীতে ঘরোয়া ক্রিকেট খেলা খেলোয়াড়দের বেতন নিয়ে তর্ক বিতর্ক ছিল। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইয়ের শীর্ষে থাকাকালীনই ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পিছু বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন তিনি। সেই অনুযায়ী পরিস্থিতি আগের থেকে অনেকটাই উন্নত হয়েছে বলে মনে করেন অনেকেই। খেলোয়াড়দের রঞ্জি ট্রফির (Ranji Trophy) জন্য ম্যাচপিছু আয় নির্ভর করে তাঁদের অভিজ্ঞতা এবং কোনও ক্রিকেটার কতগুলি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন তার ওপর।
৪০-র অধিক প্রথম শ্রেণির ম্যাচ খেলা ক্রিকেটার প্রতিদিন পিছু ৬০ হাজার টাকা পান। ম্যাচের সংখ্যাটা ২১ থেকে ৪০-র মধ্যে থাকলে বেতন কমে দাঁড়াল ৫০ হাজার। আর যারা ২০-রও কম ম্যাচ খেলেছেন, সেইসব ক্রিকেটাররা প্রতিদিন রঞ্জি খেলার জন্য ২০ হাজার টাকা বেতন পান। যেসব ক্রিকেটাররা একাদশে সুযোগ পাননি, তাঁরা তাঁদের অভিজ্ঞতা অনুযায়ী ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে পান। বিরাট কোহলি মাত্র ২৩টি রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন। তবে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর এখনও পর্যন্ত ১৪০টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। ফলে সর্বোচ্চ বেতন স্তরেই তিনি পড়বেন।
রেলওয়জের বিরুদ্ধে দিল্লির হয়ে রঞ্জিতে ম্যাচে নামার জন্য কোহলি প্রতি দিন ৬০ হাজার টাকা করে পাবেন। অর্থাৎ চার দিন ম্যাচ চললে 'কিং কোহলি'-র এই ম্যাচ থেকে আয় হবে মোট দুই লক্ষ ৪০ হাজার টাকা। অর্থাৎ বোঝাই যাচ্ছে রঞ্জিতে মাঠে নেমেও বেশ বড় রকমের টাকা পাচ্ছেন ভারতীয় দলে তারকা ক্রিকেটার।
তবে কোহলির রঞ্জি প্রত্যাবর্তন কিন্তু সুখকর হয়নি। মাত্র ১৫ বল খেলে ছয় রান করে সাজঘরে ফেরেন বিরাট। তাঁর অফ স্টাম্প উড়িয়ে দেন হিমাংশু সাঙ্গওয়ান। হতাশ কোহলি মাঠ ছাড়েন। তবে তাঁর খারাপ ফর্মও যে তাঁর ফ্যানফলোয়িংয়ে প্রভাব ফেলছে না, তা অরুণ জেটলি স্টেডিয়ামের দর্শকদের ভিড় দেখেই বোঝা যায়। কোহলিকে দেখতে প্রথম দিন তো মাঠে হুড়োহুড়ি পড়ে যায়। লাইনে পদপিষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়। শেষ পর্যন্ত তেমন কোনও অপ্রিয় ঘটনা অবশ্য ঘটেনি।
আরও পড়ুন: সতীর্থদের কাঁধে চেপে মাঠ ছাড়লেন ঋদ্ধি, পাঞ্জাবকে ইনিংসে হারিয়েও রঞ্জি সফর শেষ বাংলার
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
