IND vs AUS: উইকেট ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে গিয়েছিল, যত বেশি সম্ভব রান করতে চেয়েছিলাম: অক্ষর
Border Gavaskar Trophy: চতুর্থ টেস্টের চতুর্থ দিনের শেষে ভারত ৮৮ রানে এগিয়ে আছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮০ রানে অল আউট হয়ে গিয়েছিল। এর পরিবর্তে ভারত ৫৭১ রান তুলে নেয় প্রথম ইনিংসে।
আমদাবাদঃ দিনটা হয়ত বিরাট কোহলির। কিন্তু আমদাবাদ টেস্টের চতুর্থ দিনে তাঁর ইনিংসটির গুরুত্বও কোনও অংশে কম নয়। ১১৩ বলে ৭৯ রানের ঝকঝকে ইনিংস খেলে আউট হয়েছিলেন অক্ষর পটেল। কিন্তু ততক্ষণে বিরাটের সঙ্গে ক্রিজে থেকে ভারতকে লিড এনে দিয়েছিলেন। চতুর্থ টেস্টের চতুর্থ দিনের শেষে ভারত ৮৮ রানে এগিয়ে আছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৪৮০ রানে অল আউট হয়ে গিয়েছিল। এর পরিবর্তে ভারত ৫৭১ রান তুলে নেয় প্রথম ইনিংসে। এদিনের খেলার পর নিজেদের গেমপ্ল্যান নিয়ে মুখ খুললেন অক্ষর।
কী বললেন অক্ষর?
চতুর্থ দিনের খেলার পর অক্ষর বলছেন, ''ব্যাট হাতে দলের জন্য কিছু যোগদান দিতে পেরেছি, তাঁর জন্য় আমি খুবই খুশি। আমি চেয়েছিলাম যত বেশি সম্ভব রান করতে পারি। ক্রিজ ধীরে ধীরে ব্যাটিংয়ের জন্য সহজ হয়ে যাচ্ছিল। আর আমার চালিয়ে খেলা ছাড়া উপায়ও ছিল না। ক্রিজে নতুন আসার পর শট খেলা কঠিন হয়, কিন্তু একবার সেট হয়ে যাওয়ার পর আর কোনও সমস্যা হয় না।'' উল্লেখ্য, নিজের ইনিংসে ৫টি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান অক্ষর।
এদিকে, চতুর্থ টেস্টের চতুর্থ দিনে শতরান হাঁকালেন বিরাট কোহলি। ২০১৯ সালে নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। ১০২৫ দিনের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। অবশেষে টেস্ট ক্রিকেটে নিজের ২৮তম শতরান হাঁকালেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টর চতুর্থ দিনে দারুণ ধৈর্য্যের উদাহরণ দিয়ে অনবদ্য ১৮৬ রানের ইনিংস খেলেন 'কিং কোহলি'। এটি বিরাটের কেরিয়ারের ৭৫তম আন্তর্জাতিক শতরান। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেটে বিরাট শতরান হাঁকালেও লাল বলের ক্রিকেটে তাঁর ফর্ম নিয়ে বারংবার প্রশ্ন উঠছিল। সেই সকল প্রশ্নের জবাব ব্যাট হাতেই দিলেন বিরাট।
বিরাটকে কুর্নিশ
শুভমন গিলের ১২৮ রানের পর বিরাট কোহলির ব্যাটে ভর করেই ভারতীয় দল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৮০ রানের স্কোর টপকে যেতে সক্ষম হয়। তাঁর ও অক্ষর পটেলের ১৬২ রানের পার্টনারশিপ ভারতীয় দলকে লিড এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বিরাটের দুরন্ত শতরানে শোরগোল সোশ্যাল মিডিয়ায়। অনুরাগী থেকে প্রতিপক্ষ দলের তারকা ব্যাটার, কেউই বিরাটের বিরাটকে শুভেচ্ছা জানাতে কুণ্ঠা করেননি। অজি তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার, 'চ্যাম্পিয়নদের নিয়ে কখনই সন্দেহ করা উচিত নয়।' প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফরও বিরাটকে শুভেচ্ছা জানান।