IPL 2023: সিএসকের পরবর্তী অধিনায়ক পদে চমকপ্রদ নাম বাছাই ওয়াসিম জাফরের
IPL: ধোনির স্থলাভিষিক্ত কে হতে পারেন? অনেকেই ফের রবীন্দ্র জাডেজার কথা বললেও প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর চমকপ্রদ ২টো নাম বেছে নিয়েছেন।
![IPL 2023: সিএসকের পরবর্তী অধিনায়ক পদে চমকপ্রদ নাম বাছাই ওয়াসিম জাফরের Wasim Jaffer names surprise pick to replace MS Dhoni as CSK captain after IPL 2023 IPL 2023: সিএসকের পরবর্তী অধিনায়ক পদে চমকপ্রদ নাম বাছাই ওয়াসিম জাফরের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/17/be9e15e0475b18a5141334dc6720be971668661145043206_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: গত বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। কিন্তু ক্যাপ্টেন হিসেবে দলকে সাফল্য এনে দিতে পারেননি তিনি। এমনকী ব্যক্তিগত পারফরম্যান্সও ছিল তলানিতে। শেষ পর্যন্ত নেতৃত্বভার ছেড়ে দেন জাডেজা। ফের মহেন্দ্র সিংহ ধোনিই (Mahendra Singh Dhoni) দায়িত্ব কাঁধে তুলে নেন। আগামী মরসুমের আইপিএলেরও (IPL 2023) ধোনির নেতৃত্বেই খেলতে দেখা যাবে চেন্নাইকে। কিন্তু সিএসকের পরবর্তী অধিনায়ক কে হবেন? ধোনির স্থলাভিষিক্ত কে হতে পারেন? অনেকেই ফের রবীন্দ্র জাডেজার কথা বললেও প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর চমকপ্রদ ২টো নাম বেছে নিয়েছেন।
কী বলছেন জাফর?
এক সাক্ষাৎকারে ওয়াসিম জাফর বলেন, ''আমার মনে হয় চেন্নাই সুপার কিংসের পরবর্তী অধিনায়ক হিসেবে রুতুরাজ গায়কোয়াডকেও ভাবা হতে পারে। এছাড়াও কিউয়ি উইকেট কিপার ব্য়াটার ডেভন কনওয়েকেও ভাবা হতে পারে নেতা হিসেবে। রুতুরাজ মহারাষ্ট্রের অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলেছেন দারুণভাবে। আর তাছাড়া ও তরুণ ক্রিকেটারও। রুতুরাজকে ভবিষ্যতের কথা ভেবে তৈরি করা যেতে পারে।"
কেনের হাতে ট্রফি
ভারতীয় অধিনায়ক হার্দিকের নাগাল থেকে ট্রফি ছিনিয়ে নিলেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson)। ঘটনাটি ঠিক কী? ওয়েলিংটনে ছবি তোলার সময় প্রবল বেগে হাওয়া বইছিল। সেই হাওয়ার দাপট এতটাই ছিল যে স্ট্যান্ডে রাখা ট্রফিটি কার্যত মাটিতে পড়ে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে নিজের দুর্দান্ত রিফ্লেক্স দেখিয়ে ট্রফিটি ধরে নেন কেন। হার্দিকও ট্রফি ধরতেই যাচ্ছিলেন, তবে তাঁর আগেই কেন তা হাতে তুলে নেন। ট্রফি হাতে নিয়েই কেন মজার ছলে বলে উঠেন, 'এই ট্রফিটা আমারই।' অবশ্য পুরো বিষয়টাই হয়েছে মজার ছলে। গোটা ঘটনাটিই ক্যামেরাবন্দিও হয়েছে এবং পরে তা সোশ্যাল মিডিয়াও শেয়ার করা হয়।
শুক্রবার (১৮ নভেম্বর) থেকে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই শুরু হবে সমসংখ্যক ম্যাচের ওয়ান ডে সিরিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের হতাশা দূরে সরিয়ে রেখে নতুনভাবে শুরু করার লক্ষ্যে ভারত ও নিউজিল্যান্ড দুই দলই।আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ঋষভ পন্থ সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব সামলাবেন। এছাড়াও ঈশান কিষাণ, দীপক হুডা, হর্ষল পটেল, সঞ্জু স্য়ামসনের মত তরুণরা রয়েছেন স্কোয়াডে। এছাড়াও নিউজিল্য়ান্ডের গতিময় পিচের কথা মাথায় রেখে উমরান মালিককেও নেওয়া হয়েছে টি-টোয়েন্টি স্কোয়াডে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)