WI vs PAK: ৩৪ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে ২২ গজে এই রেকর্ড গড়ল ক্যারিবিয়ান ব্রিগেড
WI vs PAK ODI: পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে প্রায় ৩৪ বছর পর জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ। ম্য়াচে পাকিস্তান প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল।

বার্বাডোজ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ। ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্য়াচে পাহাড়প্রমাণ ২০২ রানে জয় ছিনিয়ে নিয়েছিল ক্যারিবিয়ান বাহিনী। এই জয়ের ফলে শুধুমাত্র সিরিজে ২-১ এ এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, তা নয়। প্রায় ৩৪ বছর পর এক রেকর্ড গড়ল তারা।
পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও দ্বিপাক্ষিক ওয়ান ডে সিরিজে প্রায় ৩৪ বছর পর জয় ছিনিয়ে নিল ওয়েস্ট ইন্ডিজ। ম্য়াচে পাকিস্তান প্রথমে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজ তাঁদের বোর্ডে ৬৮ রানের বিনিময়ে ৩ উইকেট হারিয়েছিল। যদিও ক্যারিবিয়ান ব্যাটার শাই হোপ ৯৪ বলে ১২০ রানের ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ১০টি বাউন্ডারি ও পাঁচটি ছক্কা হাঁকান তিনি। বোর্ডে ২৯৪ রান তুলে নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
View this post on Instagram
২৯৫ রান তাড়া করতে নেমে ক্যারিবিয়ান বোলারদের দাপটে তাসের ঘরের মত ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন আপ। সফরকারী দল মাত্র ৯২ রানে অল আউট হয়ে যায় ২৯.২ ওভারেই। ক্যারিবিয়ান তরুণ পেসার জেডন সিলস একাই ভেঙে দেন পাক ব্য়াটিংয়ের মেরুদণ্ড।
নিজের ৭.২ ওভারের স্পেলে ১৮ রানের বিনিময়ে ৬ উইকেট নেন সিলস। পাকিস্তানের টপ অর্ডারের ব্যাটার সাইম আয়ুব, আব্দুল্লাহ শাফিক খাতাই খুলতে পারেননি। বাবর আজম ৯ রান করেন। মহম্মদ রিজওয়ানও খাতা খুলতে পারেননি।
পাকিস্তানের বিরুদ্ধে শেষবার ওয়ান ডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ১৯৯১ সালে। তার ৩৪ বছর পর ফের একবার ওয়ান ডে সিরিজে জয় ছিনিয়ে নিল পাকিস্তান।
শামিকে নিয়ে ধোঁয়াশা
আইপিএলে শামিকে লাল ও সাদার মিশ্রণে তৈরি একটি বল নিয়ে অনুশীলন করতে দেখা গিয়েছিল মহম্মদ শামিকে। তারপরে অনেকেই মনে করেছিলেন শামি হয়তো ইংল্যান্ড সফরে ভারতীয় দলে কামব্যাক করবেন। রিপোর্ট অনুযায়ী শামিকে নাকি দলে নিতে আগ্রহী ছিলেন বিসিসিআইয়ের নির্বাচকরা। বিশেষত যেখানে বুমরা মাত্র তিনটি টেস্টেই খেলবেন, সেখানে শামির দক্ষতা ও অভিজ্ঞতা অপরিহার্য বলেই মনে করেছিলেন অজিত আগরকররা। তবে শামিকে তাঁর ফিটনেস প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি নিজেই ধন্দে ছিলেন, যার ফলে ভারতীয় নির্বাচকদের কাছে তাঁকে ছাড়াই দল ঘোষণা করা ছাড়া আর উপায় ছিল না।




















