T20 Women's WC 2023: ৬ উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় ভারতের
T20 Women WC Live Score: আঙুলে চোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচেও স্মৃতি খেলেননি। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট দলের তারকা ওপেনার আজকের ম্যাচে ফিরতে পারেন একাদশে।
LIVE
Background
আজ মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে (Womens T20 World Cup 2023) ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বিরুদ্ধে খেলতে নামছে ভারত। স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) আজকের ম্য়াচে দলে ফিরতে পারেন। আগের ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি তিনি। আঙুলে চোট পেয়েছিলেন তিনি। দ্বিতীয় ওয়ার্ম আপ ম্যাচেও স্মৃতি খেলেননি। কিন্তু হৃষিকেশ কনিতকর জানিয়েছেন যে স্মৃতির আর কোনও ফ্রাকচার নেই আঙুলে। এছাড়াও দলে আর কোনও বদল হয়ত হবে না।
এদিকে, মুম্বইয়ের হয়ে এতদিন পর্যন্ত ভারতীয় পুরুষ দলের অধিনায়ক রোহিত শর্মাকে মাঠ কাঁপাতে সকলেই দেখেছেন। তবে এ বছর থেকে শুধু রোহিত নয়, পল্টনদের হয়ে আরেক ভারতীয় অধিনায়ককেও খেলতে দেখা যাবে। উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে (WPL 2023 Auction) ১ কোটি ৮০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) দলে নেয় ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে (Harmanpreet Kaur)। নিজের নতুন দলে সামিল হয়েই পুরুষ দলের সাফল্যের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার করলেন হরমনপ্রীত।
সাফল্য অব্যাহর রাখার অঙ্গীকার
সোশ্যাল মিডিয়ায় মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার করা এক ভিডিওতে উচ্ছ্বসিত হরমনপ্রীত বলেন, 'আইপিএলে বরাবর মুম্বই ইন্ডিয়ান্স ভাল পারফর্ম করে এসেছে। এবার আমিও মুম্বই ইন্ডিয়ান্সের অংশ হওয়ার সুযোগ পেয়েছি এবং আশা করছি আমাদের জুটিটা ভালই জমবে। আমাদের জন্য এটা সম্পূর্ণ একটা নতুন অভিজ্ঞতা হতে চলেছে। এই প্রথমবার এত চাপের মধ্যে এক বড় এক টুর্নামেন্টে খেলব আমরা। আমি এর জন্য ভীষণই উত্তেজিত। এটা শুধু ভারত নয়, গোটা বিশ্বেই মহিলা ক্রিকেটে বিরাট বদল ঘটাবে।'
T20 Women WC Live Score: ক্যারিবিয়ান বধ হরমনপ্রীতদের
৬ উইকেটে দুরন্ত জয় ভারতের। টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় হরমনপ্রীতদের।
T20 Women's WC 2023: আউট হরমনপ্রীত
শেষ মুহূর্তে আরও একটি উিকেটের পতন। ৩৩ রানে আউট হরমনপ্রীত।
T20 Women WC Live Score: আর ৪ রান দরকার ভারতের জিততে
৩ ওভারে ভারতের জয়ের জন্য আর প্রয়োজন মাত্র ৪ রান।
T20 Women's WC 2023: ১০ ওভারে ভারতের স্কোর ৬৫/৩
প্রথম ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান বোর্ডে তুলল ভারত।
T20 Women WC Live Score: আউট শেফালি
শেফালির উইকেটও হারাল ভারত।