World Test Championship 2024: বাবরদের হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে কি ভারতকেও চ্যালেঞ্জ দেবে বাংলাদেশ?
World Test Championship 2023-2025: পাকিস্তানকে তাঁদের ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার বাংলাদেশও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে।
দুবাই: পাকিস্তানের (Pakistan vs Bangladesh) বিরুদ্ধে জোড়া টেস্ট (Test) জয়। বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর এবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়েও নাজমুল হোসেন শান্তর দল। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজ। তার আগে পয়েন্ট টেবিলের সাপ লুডোর খেলা কিন্তু বেশ জমে উঠেছে। পাকিস্তানকে তাঁদের ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার বাংলাদেশও টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে। কড়া টক্কর তাঁরা দিতে পারে ভারত, অস্ট্রেলিয়ার মত ফাইনালের হট ফেভারিট ২ সেরা দলকে।
আর ৯ মাস পরে লর্ডসের মাঠেই বসবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপের যে পয়েন্ট তালিকায় তাতে শীর্ষে রয়েছে ভারত। এখনও ১০ টেস্ট ম্য়াচ বাকি রয়েছে ভারতের। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্য়ান্ড। পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজে জেতার পর চতুর্থ স্থানে রয়েছে এই মুহূর্তে বাংলাদেশ। ইংল্য়ান্ড পাঁচে ও দক্ষিণ আফ্রিকা এই মুহূর্তে ছয় নম্বরে রয়েছে। সাতে নেমেছে শ্রীলঙ্কা। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ যথাক্রমে আট ও নয় নম্বরে।
উল্লেখ্য, পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে ১০ উইকেটে জিতেছিল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে ওপার বাংলার দল জয় পেল ছয় উইকেটে। ঘরের বাইরে এই নিয়ে মাত্র তৃতীয় টেস্ট সিরিজ় জিতল বাংলাদেশ। এর আগে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ়কে হারিয়েছিল বাংলাদেশ, এবার এল পাকিস্তানের বিরুদ্ধে জয়। এই পরাজয়ের ফলে পাকিস্তান নিজেদের ঘরের মাঠে নাগাড়ে ১০ টি টেস্ট ম্যাচে জয়হীন।
হাসান মামুদ ও নাহিদ রানার আগুনে গতির বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মত ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং। মহম্মদ রিজওয়ানের ৪৩ রান সলমন আলি আগার ৪৭ রানের লড়াকু ইনিংসে কোনওক্রমে ১৭২ রান তোলে পাকিস্তান। ঐতিহাসিক সিরিজ় জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৮৫ রান। সেই লক্ষ্যে চতুর্থ দিনের শেষে বিনা উইকেটে ৪২ রান তুলে শুরুটা ভালই করেছিল বাংলাদেশ। ম্যাচের পঞ্চম দিনেই চার উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। লিটনকে অনবদ্য শতরানের জন্য ম্যাচের সেরা ঘোষণা করা হয়। মেহেদি মিরাজ জেতেন সিরিজ় সেরার পুরস্কার।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে হঠাৎ গুয়াহাটির কামাখ্যা মন্দিরে গম্ভীর, কেন?