WTC Final 2023: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে ভারতীয় দলের অনুশীলনে যোগ দিলেন গিল, জাডেজারা
IND vs AUS: দুরন্ত ছন্দে থাকা শুভমন গিল, রবীন্দ্র জাডেজাদের দিকে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নজর থাকবেই।
লন্ডন: আইপিএল শেষ এবার ভারতীয় ক্রিকেট অনুরাগীরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (World Test Championship Final 2023) অপেক্ষায়। ৭ জুন থেকে শুরু হতে চলেছে টেস্টের বেস্ট হওয়ার লড়াই। ওভালে আয়োজিত ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত (IND vs AUS)। সেই ম্য়াচের জন্য বিরাট কোহলি, রোহিত শর্মারা আগেই মাঠে নেমে পড়েছিলেন। এবার আইপিএল ফাইনালে অংশগ্রহণকারী তারকারাও লন্ডনে পৌঁছে অনুশীলনে নেমে পড়লেন।
মাঠে নামলেন তারকারা
রবীন্দ্র জাডেজা, শুভমন গিল (Shubman Gill), অজিঙ্ক রাহানেরা সকলেই আইপিএল ফাইনালের অংশ ছিলেন। এবার তাঁরাও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি সারতে মাঠে নেমে পড়লেন। তাঁদের সঙ্গে সঙ্গে মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ব্যাটার সূর্যকুমার যাদবও ভারতীয় অনুশীলনে যোগ দিলেন। বিসিসিআইয়ের তরফে তারকা ক্রিকেটারদের দলের অনুশীলনে নামার বেশ কয়েকটি ছবিও পোস্ট করা হয়। সোশ্যাল মিডিয়ায় পোস্টটির ক্যাপশনে বিসিসিআই তরফে লেখা হয়, 'অপেক্ষার অবসান হল। সকলকে স্বাগত।'
The wait is over. Hello guys, welcome back!😎 #TeamIndia 💪💪@imjadeja | @ShubmanGill | @ajinkyarahane88 | @surya_14kumar pic.twitter.com/UrVtNwAGfW
— BCCI (@BCCI) June 1, 2023
কোন বলে ফাইনাল?
আইসিসির তরফে ইতিমধ্যেই কোন বলে খেতাবি লড়াই হবে তা জানিয়ে দেওয়া হয়েছে। আইসিসির তরফে জানানো হয়েছে ডিউকস বলেই এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আয়োজিত হবে। এই বলে ফাইনাল খেলাটা দুই দলের ক্ষেত্রেই বেশ চ্যালেঞ্জিং হতে চলেছে কারণ ভারত ও অস্ট্রেলিয়, দুই দলের কেউই নিজেদের ঘরের মাঠে ডিউকস বলে খেলে না। ভারতে যেখানে এসজি বলে খেলা হয়, অস্ট্রেলিয়ায় সেখানে ব্যবহৃত হয় কুকাবুরা বল। তাই দুই দলকেই ভিন্ন চরিত্রের বলের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং লড়াইটাও সমান সমান হবে।
কুকাবুরা বলের থেকে ডিউকসের চরিত্রও অনেকটা ভিন্ন। ডিউকস বলের সিম হাতে সেলাই করা হয়, সেখানে কোকাবুরার সেলাইটা হয় যন্ত্রের মাধ্যমে। ডিউকস বলের সিম হাতে বোনা হওয়ায় অনেকটা বেশি টেকসই হয় এবং দীর্ঘক্ষণ বল সুইংও করে। ফলে ব্যাটারদে কিন্তু বেশ বেগ পেতে হবে। এই বলে তাই রান করতে কিন্তু ব্যাটারদের কড়া চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। তবে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ান ও ভারতীয় বোলাররা ইংল্যান্ডের পরিবেশে এই বলেই বেশ ভাল পারফর্ম করেছেন, যা দুই দলকেই আত্মবিশ্বাস জোগাবে। অক্ষর পটেল তো জানিয়েছেন ডিউকস বলে খেলা হবে অনুমান করে ভারতীয় স্পিনাররা আইপিএলের সময় থেকেই এই বলে অনুশীলন করছে। তাই তাঁদের এই বলের সঙ্গে মানিয়ে নিতে খুব একটা সমস্যা হবে না।
আরও পড়ুন: ফোন চুরি গেল লন্ডনে, ফেরতও এল পনের মিনিটে !