WTC Final: রাবাডার ৫ উইকেট, ২১৮ রানে অল আউট হলেও WTC ফাইনালের প্রথম দিনে অজ়িদের লড়াইয়ে ফেরালেন স্টার্ক
South Africa vs Australia: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া আপাতত দক্ষিণ আফ্রিকার থেকে ১৬৯ রানে এগিয়ে রয়েছে।

লন্ডন: দুই শক্তিধর দেশের লড়াই, টেস্টের সেরা হওয়ার হাতছানি, লর্ডসে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার লড়াইটা (South Africa vs Australia) যে হাড্ডাহাড্ডি হবে, তেমন আশা ছিলই। হলও তাই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC Final 2025) টানটান প্রথম দিনে দুই যুযুধান প্রতিপক্ষের হয়ে দাপট দেখালেন দলের বোলাররা, আরও ভাল করে বললে ফাস্ট বোলাররা। গোটা দিনে ২৫৫ রানে পড়ল ১৪টি উইকেট। দুই দলের হয়ে নজর কাড়লেন কাগিসো রাবাডা (Kagiso Rabada) ও মিচেল স্টার্ক (Mitchell Starc)।
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ে নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। শুরু থেকেই অজি ব্যাটিং লাইন আপকে চাপে রেখেছিল প্রােটিয়া বোলিং লাইন আপ। ওপেনিংয়ে নামা উসমান খাওয়াজা কোনও রান না করেই সাজঘরে ফেরেন। ক্যামেরন গ্রিন দীর্ঘদিন পরে টেস্ট স্কোয়াডে ফিরে তিন নম্বরে ব্যাটিং করতে নেমেছিলেন। কিন্তু মাত্র চার রানের বেশি বোর্ডে তুলতে পারেননি। একই ওভারে দুই টপ অর্ডার ব্যাটারকে ফেরান কাগিসো রাবাডা। এরপর পরীক্ষামূলকভাবে ওপেনে নামা মার্নাস লাবুশেনও ডাহা ফেল করলেন। মাত্র ১৭ রান করে তিনিও ফিরে যান।
অর্ধশতরানের গণ্ডি পার করার আগেই চার উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। লাবুশেন ও আক্রমণাত্মক ট্রাভিস হেডকে ১১ রান করে ফেরান মার্কো জানসেন। ৬৭ রানে চার উইকেট হারিয়ে প্রথম সেশন করে অস্ট্রেলিয়া। এমন সময়ে একেবারে শীর্ষে ছিল রামধনুর দেশ। তবে এরপর কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন স্টিভ স্মিথ। ক্রিজের অন্য়দিকে উইকেট পড়লেও নিজে থিতু হচ্ছিলেন ধীরে ধীরে। লর্ডসে প্রচুর রান করেছেন স্মিথ। এদিনও খালি হাতে ফিরলেন না। অর্ধশতরানের ইনিংস খেলে ফেলেন তিনি। গড়েন সর্বকালীন ইতিহাস। স্মিথই লর্ডসে টেস্ট ক্রিকেটে বিদেশি ক্রিকেটারদের মধ্য়ে সর্বকালের সর্বাধিক রানের মালিক হয়ে গেলেন।
কিন্তু এইডেন মারক্রামের বলে আচমকা ৬৬ রান করে আউট হন স্মিথ। এক উইকেট হারালেও দ্বতীয় সেশনে ১২৩ রান রে অস্ট্রেলিয়া। আশা ছিল ত-তৃতীয় সেশনেও লড়াইটা চলবে। তা আর হল কই। স্মিথের সঙ্গে জুটি বেঁধেছিলেন বিউ ওয়েবস্টার। তিনি এদিন অর্ধশতরান পূরণ করেন। ৭২ রানের ইনিংস খেলেন অজ়ি অলরাউন্ডার। তবে রাবাডার বলে তাঁকেও ফিরতে হয়। অ্যালেক্স ক্যারির সংগ্রহ ২৩।
এরপর অজ়িদের লোয়ার অর্ডারের অবদান কার্যত নেই বললেই চলে। স্টার্ক, কামিন্স, লায়ান ও হ্যাজেলউড মিলে দুই রান যোগ করেন। ২০ রানে শেষ চার উইকেট হারিয়ে ২১২ রানেই অল আউট গয় অজ়িরা। পাঁচ উইকেট নেন কাগিসো রাবাডা। হোম অফ ক্রিকেটে নিজের দুরন্ত রেকর্ডকে আরও একবার ঝালিয়ে নিলেন তারকা প্রোটিয়া ক্রিকেটার। এই ম্যাচেই কিংবদন্তি অ্যালেন ডোনাল্ডকে পিছনে ফেলে দিলেন তিনিl দক্ষিণ আফ্রিকার সর্বকালের চতুর্থ সর্বোচ্চ টেস্ট উইকেটসংগ্রাহক হলেন রাবাডা।
২১২ রানে অস্ট্রেলিয়াকে অল আউট করে দেওয়ার পর প্রোটিয়ারা আশায় ছিলেন দিনশেষে ম্যাচের রাশ সম্পূর্ণভাবে হাতে তুলে নেওয়ার। তবে প্রতিপক্ষ শিবিরে যেখান স্টার্ক, কামিন্স, হ্য়াজেলউডের ফাস্ট বোলিং ত্রয়ী রয়েছেন, সেখানে কাজটা যে সহজ হবে না জানাই ছিল। হলও তাই। বল হাতে প্রথম ওভারেই খাতা খোলার আগে মারক্রামকে ফেরান স্টার্ক। রায়ান রিকেলটনও ১৬ রানে তাঁর শিকার হন। এরপর কার্যত ক্রিজে টিকে থাকার লক্ষ্যে অত্যন্ত রক্ষণাত্মক ক্রিকেট খেলেন প্রোটিয়ারা। তাতেও লাভের লাভ হল না। মুল্ডারকে ছয় ও ট্রিস্টান স্টাবসকে দুই রানে যথাক্রমে কামিন্স ও হ্যাজেলউড সাজঘরে ফেরান।
প্রোটিয়াদের হয় লড়াই করছেন অধিনায়ক বাভুমা ও ডেভিড বেডিংহ্যাম। তাঁরা যথাক্রমে তিন ও আট রানে দিনশেষে অপরাজিত রয়েছেন। দক্ষিণ আফ্রিকার স্কোর চার উইকেটের বিনিময়ে ৪৩। অজ়িরা আপাতত প্রথম দিন শেষে ১৬৯ রানে এগিয়ে রয়েছে।




















