Zimbabwe vs Pakistan: জ়িম্বাবোয়ের কাছেও ধাক্কা, সিরিজ জিতলেও শেষ ম্যাচে দগদগে ক্ষত নিয়ে মাঠ ছাড়ল পাকিস্তান
Pakistan Cricket Team: টি-২০ সিরিজের শেষ ম্যাচে তিক্ত অভিজ্ঞতা হল পাকিস্তান ক্রিকেট দলের। দুর্বল জ়িম্বাবোয়ের কাছে পরাজয় স্বীকার করতে হল পাক দলকে।
বুলাওয়ে: সিরিজের ফয়সালা আগেই হয়ে গিয়েছিল। ঠিক হয়ে গিয়েছিল, সিরিজ জিতছে পাকিস্তানই।
তারপরেও টি-২০ সিরিজের শেষ ম্যাচে তিক্ত অভিজ্ঞতা হল পাকিস্তান ক্রিকেট দলের। দুর্বল জ়িম্বাবোয়ের কাছে পরাজয় স্বীকার করতে হল পাক দলকে। সিরিজ জয়ের আনন্দও যেন কিছুটা ফিকে হয়ে গেল পাক শিবিরে।
ফের পাকিস্তান (Pakistan vs Zimbabwe) ক্রিকেট দলের ধারাবাহিকতার অভাব প্রকট হয়ে গেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জেতার পর টি-২০ সিরিজে হেরে গিয়েছিল পাকিস্তান। এবার জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ জিতলেও শেষ ম্যাচে তিক্ত অভিজ্ঞতা হল। জিম্বাবোয়ের বিপক্ষে তৃতীয় টি-২০ ম্যাচে ২ উইকেটে হেরে গেল পাকিস্তান।
জিম্বাবোয়ের জয়ের নায়ক ওপেনার ব্রায়ান বেনেট। তাঁর দুরন্ত পারফরম্যান্স ম্যাচে ফারাক গড়ে দিল। রান তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেন তিনি। তা না হলে জিম্বাবোয়ের পক্ষে ম্যাচ জেতাই হয়তো সম্ভব হতো না। পাকিস্তানের বোলাররাও যথেষ্টই চাপে রেখেছিলেন জিম্বাবোয়েকে। কিন্তু শেষ হাসি হাসলেন সিকন্দর রাজারাই।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়র সলমন আঘা। জিম্বাবোয়ের বিরুদ্ধে পাকিস্তানের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ। এক ওপেনার ওমর ইউসুফ কোনও রান না করেই আউট হন। অপর ওপেনার শাহিবজাদা ফারহান করলেন চার রান। উসমান খান ৮ বলে করলেন ৫ রান। ১৯/৩ হয়ে যায় পাকিস্তান।
এরপর মাঠে নেমে অধিনায়ক সলমনও মন্থর ইনিংস খেলেন। তিনি করেন ৩২ বলে ৩২ রান। জিম্বাবোয়ে বোলারদের দেওয়া প্রাথমিক ধাক্কা সামলে পরের দিকে কিছুটা পাল্টা লড়াই করেন পাকিস্তানের মিডল অর্ডার ব্যাটাররা। তাহির করেন ১৪ বলে ২১ রান। কাসিম আক্রম করেন ১৫ বলে ২০ রান। ২৬ বলে ২২ রান করেন আরাফাত মিনহাস। আব্বাস আফ্রিদি করেন ১৪ বলে ১৫ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৩২ রান করে পাকিস্তান দল।
জবাবে ব্যাট করতে নেমে রুদ্ধশ্বাস ম্যাচের শেষ ওভারে গিয়ে ১ বল বাকি থাকতে জয় তুলে নেয় জিম্বাবোয়ে। ১৯.৫ ওভারে ৮ উইকেটে ১৩৩ রান করে জিম্বাবোয়ে। ওপেনার ব্রায়ান বেনেট করেন ৪৩, আরেক ওপেনার মারুমানি ৬ বলে করেন ঝোড়ো ১৫ রান। সিকন্দর রাজা ১৯ রান করেন। তবে শেষ দিকে মাপোসার ৪ বলে ১২ রানের ইনিংসই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
আরও পড়ুন: বাবাকে কাঁদতে দেখে বদলে যায় জীবন, কীভাবে ভারতের জার্সিতে খেলার স্বপ্নপূরণ নীতীশ রেড্ডির?