Cristiano Ronaldo : হেরে মেজাজ হারালেন রোনাল্ডো, রাগের মাথায় জলের বোতলে লাথি হল ভাইরাল
Al-Nassr Loss : সৌদি আরবে পা রাখার পর থেকে দুরন্ত ছন্দে নিজেকে মেলে ধরে একের পর এক ম্যাচে জিতে চলেছিলেন রোনাল্ডো। গোলের পর গোল করছিলেন। হারলেন এই প্রথমবার।
রিয়াধ : ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবে পাড়ি দেওয়ার পর প্রথম হার। তাও আবার চির প্রতিদ্বন্দ্বীদের কাছে। আর আল নাসের ম্যাচে হারার পরই ফের একবার চর্চায় রোনাল্ডো কা গুসসা। ম্যাচ হেরে সতীর্থদের ওপর রাগে গজ গজ করতে করতে মাঠ ছাড়তেন তিনি। শুধু তাই-ই নয় ম্যাচের শেষে হাত থেকে অধিনায়কের আর্মব্যান্ড খুলে ফেলে সেটা ছুড়ে ফেলতে যাচ্ছিলেন মাটিতে। তেমনটা অবশ্য না করলেও মাঠ থেকে বেরিয়েই সাইডলাইনে থাকা জলের বোতলগুলোতে সপাটে লাথি চালালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। আর সিআরসেভেনের রাগের যে বহিঃপ্রকাশের পরই গ্যালারি থেকে তাঁর উদ্দেশ্যে উড়ে এল ব্যাঙ্গও ! সবমিলিয়ে সৌদি মুলুকে গিয়ে গোল-জয়ের ধারা চালিয়ে আলোচনায় থাকার পর এবার হেরে গিয়ে ক্ষোভ প্রকাশ করেও আলোচনাতে রোনাল্ডো।
আল-নাসের ( Al-Nassr) ক্লাবের চির প্রতিদ্বন্দ্বী আল ইতিহাদ তাদের ১-০ গোলে ম্যাচ হারিয়েছে। যে জয়ের সুবাদে রোনাল্ডোর বর্তমান ক্লাবকে পিছনে ফেলে সৌদি লিগে শীর্ষেও উঠে গিয়েছে আল ইতিহাদ। যারা চির প্রতিদ্বন্দ্বী ক্লাব রোনাল্ডোকে দলে নেওয়ার পরই ইচ্ছাকৃত নিজেদের জার্সির পিছনে লিওনেমল মেসির নাম লিখে বিক্রি করা শুরু করেছিল ঘরোয়া ফুটবলের বাজারে। স্বাভাবিকভাবেই তারা কেন মেসির নাম লিখে জার্সি বিক্রি করছিল, তা বুঝতে কারোরই অসুবিধা হয়নি। প্রসঙ্গত, গোটা বিষয়টা নিশ্চয়ই চোখ এড়ায়নি পোর্তুগিজ মেগাস্টারেরও। সৌদি আরবে পা রাখার পর থেকে দুরন্ত ছন্দে নিজেকে মেলে ধরে একের পর এক ম্যাচে জিতে চলেছিলেন রোনাল্ডো। গোলের পর গোল করছিলেন। কিন্তু এভাবে চির প্রতিদ্বন্দ্বীদের কাছে হার যে সিআরসেভেন ভালভাবে হজম করতে পারেননি, সেটাই যেন পরিষ্কার হয়ে ফুটে উঠছিল ম্যাচ শেষে। রাগের বশে যেভাবে জলের বোতলগুলোয় লাথি চালিয়েছেন রোনাল্ডো, সেই ভিডিও আপাতত হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায় ভাইরাল (Social Media Viral)।
🔴 شاهدوا .. غضب كبير جداً من النجم العالمي #كرستيانو_رونالدو بعد الخسارة من #الاتحاد للمرة الثانية#الاتحاد_النصر#النصر_الاتحاد pic.twitter.com/T80sXddLmS
— علاء سعيد (@alaa_saeed88) March 9, 2023
যা নিয়ে শুরু হয়েছে জল্পনা-আলোচনার বহর। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রশিক্ষক এরিক টেন হ্যাগের সঙ্গে বিবাদের পর ম্যান ইউ ছেড়ে সৌদি আরবে আল- নাসের ক্লাবে যোগ দিয়েছেন রোনাল্ডো। গত ফেব্রুয়ারি মাসে ৪ ম্যাচে করেছিলেন ৮ গোল।
আরও পড়ুন- ৬ উইকেট অশ্বিনের, ঝাপ্টা মারল অস্ট্রেলিয়ার লেজও, স্মিথদের ইনিংস শেষ হল ৪৮০ রানে