এক্সপ্লোর
অবিশ্বাস্য স্ট্রোক প্লে, ৭ ছক্কা সহ ১৩১ রান, পরে বল হাতে ৪ উইকেট চেন্নাই সুপার কিংসের এই ফাস্ট বোলারের

লন্ডন: ইংল্যান্ডের ফাস্ট বোলার ডেভিড উইলি কাউন্টি ক্রিকেটে অবিশ্বাস্য স্ট্রোক প্লে-র নমুনা দেখালেন। ব্যাট হাতে ১৩১ রানের ইনিংস খেলার পর বোলিং করতে এসে তুলে নিলেন বিপক্ষের চারটি উইকেট। এরফলে ম্যাঞ্চেস্টারে রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপ ম্যাচে ইয়র্কশায়ার ল্যাঙ্কাশায়ারকে ১৬ রানে হারিয়ে দিল। বাঁহাতি পেসার হিসেবে পরিচিত উইলি তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৩৭.৮৯ স্টাইক রেটে সাতটি ছক্কা সহ বিধ্বংসী ইনিংস খেলেন। তাঁর ব্যাটে ভর করে ইয়র্কশায়ারের রান পৌঁছে যায় ৩৭৯-তে।
ঝোড়ো ইনিংস খেলার জন্যই তাঁকে তিন নম্বরে পাঠানো হয়েছিল। দ্বিতীয় উইকেটে অ্যাডাম লিথের সঙ্গে ১৪৪ রানের পার্টনারশিপ হয় উইলির। লিথ ১৪৪ রান করেন।A massive six from @david_willey - he really did catch that sweetly.@lythy09 72* off 83 balls and Willey 77 off 64. A race to ???? ?#YourYorkshire pic.twitter.com/io0Boq03nu
— Yorkshire CCC (@YorkshireCCC) June 5, 2018
সদ্যসমাপ্ত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন উইলি। আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। কাউন্টির এই ম্যাচে ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি ভারতের টেস্ট স্পেশ্যালিস্ট চেতেশ্বর পূজারা। ব্যাটসম্যানদের পক্ষে সুবিধাজনক পিচে মাত্র ১৯ রান করে রান আউট হয়ে যান তিনি। পরে বোলিং করতে এসে উইলি ১০ ওভারে ৫৯ রান দিয়ে চারটি উইকেট তুলে নেন।???? A huge six from @david_willey - that went 20 rows back at least with Jennings the man sent to search for it.
???? ???? ???? https://t.co/sy8ON8hOKB … …#YourYorkshire pic.twitter.com/ZE8Q8laBuA — Yorkshire CCC (@YorkshireCCC) June 5, 2018
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















