এক্সপ্লোর
Advertisement
বর্তমান পেস অ্যাটাক গত ৬০-৭০ বছরের সেরা, পাঁচ বোলার নিয়ে খেলা উচিত ভারতের: প্রসন্ন
নয়াদিল্লি: যখন খেলতেন তখন ভারতীয় দলের বৈচিত্রময় স্পিন আক্রমণ বিভাগের অন্যতম স্তম্ভ হয়ে উঠেছিলেন। সেই কিংবদন্তী স্পিনার এরাপল্লী প্রসন্ন মনে করেন, এখনকার ভারতীয় দলের পেস আক্রমণ গত ৬০-৭০ বছরের মধ্যে সবচেয়ে ভালো।
দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলে রয়েছেন সাত বোলার। তাঁর মধ্যে পাঁচজনই পেসার। চারজন পেসার তো নিয়মিত ১৪০ কিমি গতিতে টানা বোলিং করতে পারেন। এজন্যই প্রসন্ন মনে করেন, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে পাঁচ বোলার নিয়ে নামা উচিত অধিনায়ক বিরাট কোহলির।
প্রসন্ন বলেছেন, বর্তমানে ভারতের বোলিং বিভাগ বিশ্বের অন্যতম সেরা। অতীতে ভারতীয় দলে এত ধারালো বোলিং আক্রমণ ছিল না। গত ৬০-৭০ বছরে এটাই ভারতের সেরা বোলিং স্কোয়াড বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর মতে, বোলিং বিভাগে এই বৈচিত্রের জন্যই ভারতের পাঁচ বোলার খেলানো উচিত।
যদিও প্রথম টেস্টে তিন পেসার ও এক স্পিনার খেলানো হবে বলে মনে করা হচ্ছে। প্রসন্ন বলেছেন, ম্যাচ জিততে চাইলে সবসময় পাঁচ বোলারই খেলানো উচিত বলে তিনি সব সময়ই মনে করেন। যে যুক্তিতে একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলানো হয় বোলারদের ক্ষেত্রেও সেই একই যুক্তি খাটে। এ প্রসঙ্গে প্রসন্ন বলেছেন, একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলালেও একজন বা দুজনই বড় রান করেন। প্রথম পাঁচ ব্যাটসম্যান ব্যর্থ হলে ষষ্ঠ ব্যাটসম্যানেরও ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। একইভাবে পাঁচ বোলার খেলালেও প্রায়ই একজন বা দুজনের খারাপ দিন যেতেই পারে। বোলিং অ্যাটাককে ধারালো করতে অন্তত তিনজন বোলারকে দারুন বল করতে হয়। সেক্ষেত্রে পঞ্চম বোলার সহায়ক হয়ে উঠতে পারে।
স্পিন আক্রমণ প্রসঙ্গে প্রসন্ন বলেছেন, দলে যে দুজন স্পিনার রয়েছেন তাঁদের মধ্যে অশ্বিনই স্বাভাবিক পছন্দ। সম্ভবত তিনিই স্পিনার হিসেবে দলে থাকবেন। এক্ষেত্রে অশ্বিনের ব্যাটিং দক্ষতাটাও একটা বাড়তি সুবিধা।
এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের সিরিজ জয়ের ভালো রকম সম্ভাবনা রয়েছে বলে মনে করেন ৭৭ বছরের প্রাক্তন স্পিনার। তিনি মনে করেন, ব্যাটসম্যানরা প্রথম ইনিংসে সাড়ে তিনশ-র বেশি রান তুলে দিলে জেতার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে পারবে ভারত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement