CWG 2022, Cricket: পদক নিশ্চিত করার হাতছানি, সেমিফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের
India Women's Cricket Team: ভারতীয় একাদশে এই ম্যাচে কোনও বদল ঘটেনি।
বার্মিংহাম: আজ পদক সুনিশ্চিত করার লক্ষ্যে বার্মিংহামের এজবাস্টনে ইংল্য়ান্ডের বিরুদ্ধে কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ভারতীয় মহিলা দল (Indian Women's Cricket Team)। সেই ম্যাচেই টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)।
পদক সুনিশ্চিত করার হাতছানি
গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হলেও, পাকিস্তান ও বার্বাডোজকে দাপুটে মেজাজে হারিয়ে দ্বিতীয় স্থানে থেকে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করেছিল হরমনপ্রীতের নেতৃত্বাধীন ভারতীয় দল। দ্বিতীয় স্থানে শেষ করায় গ্রুপ 'বি'-এর এক নম্বরে থাকা, আয়োজক ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ নির্ধারিত হয় ভারতের। সেই ম্যাচেই আজ এজবাস্টনে মুখোমুখি হয়েছে ভারতীয়।
আন্তর্জাতিক ক্রিকেটে শেষবার ইংল্য়ান্ডে যখন চার বছর আগে ৫০ ওভারের বিশ্বকাপ আয়োজিত হয়েছিল, তখন ফাইনালে পৌঁছেছিল ভারতীয় দল। শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্টও ভারত। তবে কোনওবারই খেতাব জিততে পারেননি ভারত। কমনওয়েলথ বিশ্বকাপ না হলেও, এর মাধ্যমে ভারতীয় মহিলা দল নিজেদের প্রথম খেতাব অন্তত জিততে পারে। এই ম্যাচ জিতলেই অন্তত রুপো জয় সুনিশ্চিত হয়ে যাবে ভারতের। তাই এই ম্যাচের গুরুত্ব নেহাত কম নয়।
ভাল শুরু
সেমিফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা কিন্তু ভালই করেছে ভারতীয় দল। পাওয়ার প্লের ছয় ওভার শেষে ভারতের স্কোর ৬৪ বিনা উইকেটে। স্মৃতি মান্ধানা ইতিমধ্যেই অর্ধশতরান পূরণ করে ফেলেছেন তিনি ২৪ বলে ৫১ রানে ব্যাট করছেন। শেফালি ভার্মার সংগ্রহ ১৩ রান ১২ বলে। নির্ধারিত ২০ ওভার শেষে ভারতীয় দল কত রান তুলতে পারে এখন সেটাই দেখার। জেমাইমা রডরিগেজও কিন্তু ভাল ফর্মে রয়েছেন। গত ম্যাচে বার্বাডোজের বিরুদ্ধে অর্ধশতরান করেছিলেন তিনি। তাই তাঁর দিকেও নজর থাকবে। পাশাপাশি বোলিং বিভাগে নজর থাকবে রেনুকা ঠাকুর, পূজা বস্ত্রকরের দিকেও।
আরও পড়ুন: বক্সিংয়ে পদক নিশ্চিত করে ফেললেন নীতু, পৌঁছে গেলেন ফাইনালে