CWG 2022: বার্মিংহামে ভারোত্তোলকদের সাফল্য অব্যাহত, ভারতকে নবম পদক এনে দিলেন হারজিন্দর
Harjinder Kaur Medal: হারজিন্দর 'স্ন্যাচ'-এ ৯৩ কেজি ও 'ক্লিন অ্যান্ড জার্ক'-এ ১১৯ কেজি, মোট ২১২ ভারোত্তোলন করে ব্রোঞ্জ জিতলেন। 'স্ন্যাচ'-এ ৯৩ কেজি ভারোত্তোলন তার ব্যক্তিগত সেরা পারফরম্যান্সও বটে।
বার্মিংহাম: ২২তম কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) ভারতীয় ভারোত্তোলকদের পরাক্রম অব্যাহত। মীরাবাঈ চানু, জেরেমি লালরিনুনগা, অচিন্ত্য শিউলির স্বর্ণপদকসহ, মোট ছয়টি পদক আগেই এসেছিল ভারোত্তোলন থেকে। এবার হারজিন্দর কৌর (Harjinder Kaur) ভারোত্তোলনে ভারতকে সপ্তম পদক এনে দিলেন।
ভাগ্য সহায়
সোমবার, ১ অগাস্ট (ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোররাত), কমনওয়েলথ গেমসের চতুর্থ দিনে ভারোত্তোলনের ৭১ কেজি বিভাগে নাটকীয় ভঙ্গিমায় ব্রোঞ্জ পদক জিতলেন হারজিন্দর। ভাগ্য যে ভারতীয় ভারোত্তোলকের সঙ্গেই ছিল, তা মানতেই হবে। নয়তো সোনা জয়ের সবথেকে বড় দাবিদার, নাইজেরিয়ার জয় এজে 'ক্লিন অ্যান্ড জার্ক'-এ নিজের তিনটি প্রয়াশেই ব্যর্থ হতেন না। জয়ের ব্যর্থতার জেরেই হারজিন্দরের পোডিয়াম ফিনিশ নিশ্চিত হয়ে যায়।
হারজিন্দর 'স্ন্যাচ'-এ ৯৩ কেজি ও 'ক্লিন অ্যান্ড জার্ক'-এ ১১৯ কেজি, মোট ২১২ ভারোত্তোলন করে ব্রোঞ্জ জিতলেন। তিনি 'স্ন্যাচ'-এ প্রথমবার ৯০ কেজিও তুলতে পারেননি। তবে দ্বিতীয় প্রয়াশে নিজের ব্যক্তিগত সেরা ৯০ কেজি তোলেন। এরপর তৃতীয় প্রয়াশে সেই রেকর্ড ভেঙে ৯৩ কেজি ওজন তুলে ফেলেন পঞ্জাবের ভারোত্তোলক। এরপর 'ক্লিন অ্যান্ড জার্ক'-এ প্রথম প্রয়াশে তিনি ১১৩ কেজি ভারোত্তোলন করেন।
এরপরের দুই প্রয়াশে তিন কেজি করে ওজন বৃদ্ধি করে শেষমেশ ১১৯ কেজি ভারোত্তোলন করতে সক্ষম হন। গত বছর কমনওয়েলথ ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন হারজিন্দর। তবে বার্মিংহামে ব্রোঞ্জ জিতেই সন্তষ্ট থাকতে হল তাকে। ইংল্যান্ডের সারা ডেভিস ২২৯ কেজি ও কানাডার অ্যালেক্সিস অ্যাশওয়ার্থ ২১৪ কেজি ওজন তুলে এই বিভাগে যথাক্রমে সোনা ও রুপো জেতেন।
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
Our weightlifting contingent has performed exceptionally well at the Birmingham CWG. Continuing this, Harjinder Kaur wins a Bronze medal. Congratulations to her for this special accomplishment. Best wishes to her for her future endeavours. pic.twitter.com/0dPzgkWT3y
— Narendra Modi (@narendramodi) August 2, 2022
হারজিন্দেরর এই সাফল্যের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) তরফেও তাকে শুভেচ্ছা জানানো হয়। মোদি নিজের সোশ্যাল মিডিয়া মারফত হারজিন্দরকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, 'আমাদের ভারোত্তোলন বিভাগ বার্মিংহাম কমনওয়েলথ গেমসে দারুণ পারফর্ম করেছে। এই ধারাই অব্যাহত রেখে হারজিন্দর কৌর ব্রোঞ্জ পদক জিতেছেন। এই বিশেষ কৃতিত্বের জন্য অনেক অভিনন্দন। ওঁর ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা রইল।'
আরও পড়ুন: লন বলে সোনা জয়ের সুযোগ, সেমিতে নামছেন সৌরভ ঘোষাল, এক নজরে আজকে ভারতীয়দের সম্পূর্ণ সূচি