IND vs GHA, Men's Hockey: হরমনপ্রীতের হ্য়াটট্রিক, ঘানাকে ১১-০ হারাল ভারত
CWG 2022: নিজের ১৫০তম ম্যাচেই হ্যাটট্রিক করলেন হরমনপ্রীত সিংহ। জাতীয় দলের জার্সি গায়ে সহ-অধিনায়ক হরমনপ্রীতের পাশাপাশি অধিনায়ক মনপ্রীতও এই ম্যাচ এক মাইলফলক স্পর্শ করলেন।
বার্মিংহাম: আজ রবিবার (৩১ জুলাই) নিজেদের কমনওয়েলথ গেমসের (Commonwealth Games 2022) অভিযান শুরু করল ভারতীয় পুরুষ হকি (Indian Men's Hockey Team) দল। একেবারে দাপুটে মেজাজে নিজেদের ম্যাচ জিতে আগেভাগেই নিজেদের মনোভাব স্পষ্ট করে দিল মনপ্রীত সিংহের নেতৃত্বাধীন দল।
অধিনায়ক, সহ-অধিনায়কের মাইলফলক ম্যাচ
ঘানাকে ১১-০ গোলে হারাল ভারত। ভারতের হয়ে হ্যাটট্রিক করেন প্রখ্যাত 'ড্র্যাগ ফ্লিকার' হরমনপ্রীত সিংহ (Harmanpreet Singh), তাও আবার ভারতের জার্সিতে নিজের ১৫০তম ম্যাচে। ঘটনাক্রমে জাতীয় দলের জার্সি গায়ে সহ-অধিনায়ক হরমনপ্রীতের পাশাপাশি অধিনায়ক মনপ্রীতও এই ম্যাচে এক মাইলফলক স্পর্শ করলেন। তিনি নিজের ৩০০তম ম্যাচ খেলে ফেললেন এদিন। আর অধিনায়ক, সহ-অধিনায়কের এই ম্যাচকে চিরস্মরণীয় করে রাখল গোটা ভারতীয় দল।
ম্যাচের প্রথম মিনিটেই ভারতকে গোল করে এগিয়ে গেন অভিষেক। ঘানা সঙ্গে সঙ্গেই তার জবাব দেওয়ার চেষ্টা করলেও ভারতীয় গোলকিপার শ্রীজেশ দুর্দান্ত এক সেভ করে সেই চেষ্টা বিফল করে দেন। দ্বিতীয় গোলটি করেন মনদীপ। এরপর শমশের ভারতের হয়ে তৃতীয় গোলটি করেন। গোটা প্রথম কোয়ার্টার দাপিয়ে খেলে ৩-০ শেষ করে ভারতীয় দল। দ্বিতীয় কোয়ার্টারেও ছবিটা একই থাকে। আকাশদীপ ভারতের স্টিকের দক্ষতা দেখিয়ে চতুর্থ গোলটি করার পর, যুগরাজ সিংহ পেনাল্টি কর্নার থেকে ভারতের পঞ্চম গোলটি করেন।
তৃতীয় কোয়ার্টারে চার গোল
ঘানা এই কোয়ার্টারের শেষের দিকে অল্পস্বল্প আক্রমণ করার চেষ্টা করে বটে, তবে তাতে লাভের লাভ কিছুই হয়নি। তৃতীয় কোয়ার্টারে ঘানা শুরুটা ভাল করে, তবে সেই পেনাল্টি কর্নারই তাদের কাল হয়। হরমনপ্রীত ভারতের হয়ে ষষ্ঠ গোল করেন। তার পরপরই দুই মিনিটে নীলকন্ঠ ও বরুণ ভারতের হয়ে দুই মিনিটে দুই গোল করেন। স্কোর হয় ৮-০। এতক্ষণে ঘানার জয়ের সমস্ত আশা শেষ হয়ে গিয়েছিল। যুগরাজের দ্বিতীয় গোলে ভারত ৯-০ লিড নিয়ে তৃতীয় কোয়ার্টার শেষ করে।
চতুর্থ কোয়ার্টারে মনদীপ ১০ম গোলটি করার পর হরমনপ্রীত ভারতের হয়ে ১১ নম্বর গোলটি করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। শেষমেশ বল দখল নিজেদের কাছে রেখেই ভারতীয় দল ১১-০ ঘানাকে গ্রুপ 'বি'-র ম্যাচে হারিয়ে নিজেদের কমনওয়েলথ গেমসের অভিযান শুরু করে।
আরও পড়ুন: বাংলাদেশকে উড়িয়ে সেমিফাইনালে পৌঁছল ভারতীয় পুরুষ টিটি দল