CWG 2022: কমনওয়েলথে গেমসে স্কোয়াশে ব্রোঞ্জ জয় সৌরভ ঘোষালের
Saurav Ghosal wins CWG 2022: কমনওয়েলথ গেমসে স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন সৌরভ ঘোষাল। ৩৫ বছর বয়সে এসে প্রথমবার কমনওয়েলথ খেতাব বাংলার এই স্কোয়াশ প্লেয়ারের।
বার্মিংহ্য়াম: কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন সৌরভ ঘোষাল। কমনওয়েলথ গেমস ২০২২-এ স্কোয়াশে প্রথম পদক জিতল ভারত। জেমস উইলসট্রপ-কে ৩-০ ব্যবধানে হারিয়ে স্কোয়াশের পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জেতেন এই বঙ্গসন্তান।
মাত্র ৩৫ বছর বয়েসে ইতিহাস গড়লেন সৌরভ ঘোষাল। কমনওয়েলথ গেমস ২০২২- এ স্কোয়াশে ব্রোঞ্জ জিতলেন তিনি। ইতিমধ্য়েই উচ্ছ্বাসে ভেসেছে সারা দেশ। বুধবার স্কোয়াশে দেশের অন্যতম সেরা স্কোয়াশ খেলোয়াড় হিসেবে সৌরভ ব্রোঞ্জ পদকের ম্যাচে নামেন। জেমস উইলসট্রপ-কে ৩-০ ব্যবধানে হারিয়ে স্কোয়াশের পুরুষদের সিঙ্গলসে ব্রোঞ্জ জয় করেন বঙ্গ সন্তান।
Saurav Ghosal wins bronze, claims India's first-ever singles medal in squash at Commonwealth Games
— Press Trust of India (@PTI_News) August 3, 2022
কমনওয়েলথ গেমসে আটানব্বই সালে প্রথমবার স্কোয়াশ অন্তর্ভুক্ত হয়। এখনও পর্যন্ত এই খেলায় ৪টি পদক এবং তিনটি মেডেল এসেছে ডাবলসে। তবে এই প্রথমবার স্কোয়াশ সিঙ্ঘলসের পদক ভারতে মুকুটে। যদিও অতীতে বহুবার পদক জয়ের কাছাকাছি পৌঁছেও শেষ পর্যন্ত পদক ঝুলিতে পুরতে পারেননি সৌরভ। কিন্তু এবার সেই আক্ষেপ মেটালেন সৌরভ। তবে তাঁর পদক জয়ের পরের মুহূর্তটা আরও বেশি আবেগপ্রবণ। কারণ, স্কোয়াশে ব্রোঞ্জ পেতেই কান্নায় ভেঙে পড়লেন বঙ্গতারকা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সৌরভকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
It is a delight to see @SauravGhosal scaling new heights of success. The Bronze medal he’s won in Birmingham is a very special one. Congratulations to him. May his achievements help boost the popularity of squash among India’s youth. pic.twitter.com/uhCEv15AMs
— Narendra Modi (@narendramodi) August 3, 2022