এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
সাইক্লোনে মাঠের ক্ষতি হলেও পিচ ঠিক আছে, জানালেন তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সচিব
চেন্নাই: শুক্রবার থেকে চেন্নাইয়ে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড সিরিজের পঞ্চম তথা শেষ টেস্ট। কিন্তু তার আগে সাইক্লোন ভরদার ফলে খেলা হওয়া নিয়েই সংশয় তৈরি হয়েছে। ভরদার দাপটে চিপকের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আউটফিল্ডের যথেষ্ট ক্ষতি হয়েছে। এছাড়া সাইট স্ক্রিনেরও ক্ষতি হয়েছে। ফ্লাডলাইটের বাল্বগুলি ভেঙে চুরমার হয়ে গিয়েছে। বেশ কয়েকটি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রও ক্ষতিগ্রস্ত হয়েছে। টেস্ট শুরু হওয়ার আগে আউটফিল্ড ও সাইটস্ক্রিন ঠিক করতেই হবে। আয়োজকদের কাছে যা বিশাল চ্যালেঞ্জের।
তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব কাশী বিশ্বনাথন অবশ্য খেলা হওয়া নিয়ে আশাবাদী। তাঁর দাবি, পিচের কোনও ক্ষতি হয়নি। আউটফিল্ড, সাইটস্ক্রিন সহ অন্যান্য যেগুলির ক্ষতি হয়েছে, সেগুলি ৪৮ ঘণ্টার মধ্যে ঠিক করা তাঁদের কাছে চ্যালেঞ্জের। স্টেডিয়ামে যাওয়ার রাস্তায় কয়েকশো গাছ পড়ে আছে। সেগুলিও সরাতে হবে। তবে তিনি আশাবাদী, আর বৃষ্টি হবে না।
তবে শুক্রবার নির্ধারিত সময়ে খেলা শুরু হলেও, তার আগে মাঠে অনুশীলন করার সুযোগ পাচ্ছে না দু দল। বিশ্বনাথন ভারত, ইংল্যান্ড দল ও বিসিসিআই-কে জানিয়ে দিয়েছেন, আউটফিল্ডের অবস্থা ভাল না থাকায় অনুশীলন সম্ভব নয়। এমনকী, চিপকের ইন্ডোরও সাইক্লোনে ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে অনুশীলন করতে পারবে না দু দল। প্রয়োজনে এসআরএমসি ক্রিকেট সেন্টারের ইন্ডোরের নেটে অনুশীলন করতে পারবে দু দল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
জেলার
জেলার
Advertisement