T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের তুরুপের তাস হতে পারেন এই স্পিনার?
R Ashwin: তামিলনাড়ুর অফস্পিনার জায়গা করে নিয়েছিলেন এশিয়া কাপের দলে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup) দলে রয়েছেন।
কলকাতা: একটা সময় মনে করা হতো, তিনি টেস্ট ক্রিকেটের জন্য উপযুক্ত। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে মানানসই নন। তবে সব ধারণা ভেঙে দিয়েছেন আর অশ্বিন (R Ashwin)। তামিলনাড়ুর অফস্পিনার জায়গা করে নিয়েছিলেন এশিয়া কাপের দলে। টি-টোয়েন্টি বিশ্বকাপেও (T20 World Cup) দলে রয়েছেন । মুথাইয়া মুরলীধরন, ড্যানিয়েল ভেত্তোরিদের মতো প্রাক্তন তারকারা মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে তুরুপের তাস হতে পারেন অশ্বিন ।
লেজেন্ডস লিগ ক্রিকেট খেলতে মুরলীধরন, ভেত্তোরিরা এখন কলকাতায়। সেখানে এক সাংবাদিক বৈঠকে শ্রীলঙ্কার প্রাক্তন অফস্পিনারের কাছে জানতে চাওয়া হয় ভারতীয় স্পিন বিভাগের বৈচিত্রের বিষয়ে। অস্ট্রেলিয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আর অশ্বিন, অক্ষর পটেল ও যুজ়বেন্দ্র চাহালকে নিয়ে যাচ্ছে ভারত। অস্ট্রেলিয়ার গতিময় পিচে কি তাঁরা নিজেদের মেলে ধরতে পারবেন? মুরলী বলেন, ‘‘টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারের লেংথটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। যে স্পিনার ভাল জায়গায় বল রাখতে পারবে, সে-ই সফল হবে। অস্ট্রেলিয়ার মাটিতে বল সে রকম ঘুরবে না। রান আটকানোর চেষ্টা করতে হবে সকলকে। তবে ভারতের স্পিন বিভাগে যথেষ্ট বৈচিত্র আছে ।’’
নিউজ়িল্যান্ডের প্রাক্তন তারকা স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি মনে করছেন, অশ্বিনের বৈচিত্র অস্ত্র হয়ে উঠতে পারে ভারতের। তিনি বলেছেন, ‘‘টেস্টে অশ্বিনের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই। এ বার আইপিএলেও ভাল বল করেছে। ওকে রেখে যে বিশ্বকাপ দল গড়া হবে, সেটাই স্বাভাবিক।’’ যোগ করেছেন, ‘‘যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে অশ্বিন। এটাই একজন ভাল স্পিনারের গুণ। ওর হাতে প্রচুর বৈচিত্র রয়েছে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অস্ত্র হয়ে উঠতে পারে। অশ্বিন অনেক বার অস্ট্রেলিয়ার মাটিতে খেলেছে। আশা করি, ওর মানিয়ে নিতে অসুবিধে হবে না।’’
তবে মুরলীর মতে, অস্ট্রেলিয়ার মাটিতে বেশি সাফল্য পাবেন রিস্টস্পিনাররা। যাঁরা কব্জির মোচড়ে বল ঘোরান। কিন্তু ভেত্তোরি মনে করেন ফিঙ্গার স্পিনাররা অস্ট্রেলিয়ার পিচে বেশি বাউন্স আদায় করতে পারবেন। মুরলীর কথায়, ‘‘চাহাল, রবি বিষ্ণোইয়ের (স্ট্যান্ড বাই) মতো বোলারদের সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।’’ কিন্তু ভেত্তোরির কথায়, ‘‘আঙুলের সাহায্যে যাঁরা বল ঘোরায়, তারা উইকেট থেকে অনেক বেশি সাহায্য পাবে।’’
আরও পড়ুন: ফ্রাঞ্চাইজি লিগ খেলতে আগ্রহী, নিউজিল্যান্ডের বার্ষিক চুক্তি প্রত্যাখ্যান করলেন তারকা অলরাউন্ডার