World Cup 2023: ওয়ান ডে বিশ্বকাপে হাজার রানের মাইলস্টোন পেরোলেন ওয়ার্নার, তৃতীয় অজি হিসেবে গড়লেন নজির
ICC World Cup 2023: ভারতের বিরুদ্ধে ওপেনে নেমে ৫২ বলে ৪১ রানের দুরন্ত ইনিংস খেলেছেন ওয়ার্নার। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি হাঁকিয়েছেন বাঁহাতি অজি তারকা ব্যাটার।
চেন্নাই: ওয়ান ডে বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে নেমেই নজির গড়লেন ডেভিড ওয়ার্নার (David Warner)। টুর্নামেন্টের ইতিহাসে ১ হাজার রান পূরণ করলেন বাঁহাতি অজি ওপেনার। অস্ট্রেলিয়ার তৃতীয় ব্য়াটার হিসেবে এই কৃতিত্বের মালিক হলেন ওয়ার্নার। ভারতের বিরুদ্ধে ওপেনে নেমে ৫২ বলে ৪১ রানের দুরন্ত ইনিংস খেলেছেন ওয়ার্নার। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি হাঁকিয়েছেন বাঁহাতি অজি তারকা ব্যাটার।
বিশ্বকাপের মঞ্চে ২০১৫ সালে প্রথমবার মাঠে নেমেছিলেন ওয়ার্নার। সেই থেকে আজ পর্যন্ত ১৯টি ম্য়াচ খেলেছেন বাঁহাতি অজি ওপেনার। মোট ৬০.৭৬ গড়ে ১০৩৩ রান করেছেন ওয়ার্নার। ৯৭ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। চারটি শতরান ও তিনটি অর্ধশতরান হাঁকিয়েছেন ওয়ার্নার। সর্বোচ্চ ব্যক্তিগত ১৭৮ রান। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের মধ্যে ১৭ নম্বরে রয়েছেন ওয়ার্নার। ২০১৯ বিশ্বকাপে ১০ ম্যাচে ৬৪৭ রান করেছিলেন। ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ১৬৬।
অস্ট্রেলিয়াকে (Ind vs Aus) ১৯৯ রানে রুখে দিল। টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন প্যাট কামিন্স। অজ়ি অধিনায়কের অন্যতম বড় ভরসা ছিলেন মিচেল মার্শ। ১৯৮৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক জেফ মার্শের পুত্র। দুরন্ত ফর্মে থাকা সেই মিচ মার্শকে ইনিংসের তৃতীয় ওভারেই তুলে নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে প্রথম ধাক্কা দেন যশপ্রীত বুমরা। কোনও রান না করে ফেরেন মার্শ। তবে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ প্রাথমিক সেই ধাক্কা কাটিয়ে ইনিংসের হাল ধরেন।
অন্য প্রান্ত থেকে ততক্ষণে শুরু হয়ে গিয়েছে জাড্ডুর ভেল্কি। শুরু করেছিলেন স্টিভ স্মিথকে বোল্ড করে দিয়ে। ৪৬ রান করে ফেরেন স্মিথ। এরপর মার্নাশ লাবুশেন (২৭ রান) ও অ্যালেক্স ক্যারিকেও (০ রান) তুলে নেন রবীন্দ্র জাডেজা। ক্যামেরন গ্রিনকে (৮ রান) তুলে নেন আর অশ্বিন। ঘরের মাঠে যিনি প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন। ৩৬.২ ওভারে ১৪০/৭ হয়ে যায় অস্ট্রেলিয়া। তখনই পরিষ্কার হয়ে যায় যে, বড় স্কোর তুলতে পারবে না অস্ট্রেলিয়া।
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া যে ভারতের সামনে দুশো রানের লক্ষ্য দিতে পারল, তার জন্য কৃতিত্ব প্রাপ্য মিচেল স্টার্কের। ৩৫ বলে ২৮ রান করলেন অজ়ি পেসার। ৪৯.৩ ওভারে ১৯৯ রানে অল আউট হয়ে গেল অস্ট্রেলিয়া।