DC vs GT, IPL 2023 Live: সাই সুদর্শনের দুরন্ত অর্ধশতরান, মিলারের ঝোড়ো ব্যাটিং, ৬ উইকেটে জিতল গুজরাত
IPL 2023, Match 7, DC vs GT: চেন্নাইকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে গুজরাত শিবির। অপরদিকে, লখনউয়ের কাছে প্রথম ম্যাচে হেরেছে দিল্লি।
LIVE

Background
আইপিএলের (IPL 2023) সপ্তম ম্যাচে অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে চলেছে গুজরাত টাইটান্স (Delhi Capitals vs Gujarat Titans)। গুজরাত যেখানে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে পাঁচ উইকেটে পরাজিত করেছিল, সেখানে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ৫০ রানে পরাজিত হতে হয়েছিল দিল্লি ক্যাপিটালসকে। তাই একদিকে যেখানে গুজরাত নিজেদের জয়ের ধারা অব্যাহত রাখার প্রচেষ্টায় মাঠে নামবে, সেখানে দিল্লির লক্ষ্য বোর্ডে মরসুমের প্রথম দুই পয়েন্ট তুলে নেওয়া।
ঋষভ পন্থ (Rishabh Pant) দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক। কিন্তু গাড়ি দুর্ঘটনার কবলে পড়ার পর এখনও ফিট হয়ে উঠতে পারেননি তিনি। তাই এ বারের আইপিএলে তাঁকে ক্যাপিটালসের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাচ্ছে না। তাঁর বদলে এ মরসুমে দিল্লিকে নেতৃত্ব দিচ্ছেন ডেভিড ওয়ার্নার। কিন্তু দলের হয়ে খেলতে না পারলেও, ক্যাপিটালসকে সমর্থন জানাতে যে তিনি ঘরের ম্যাচগুলিতে কোটলায় থাকার চেষ্টা করবেন, সে ইঙ্গিত আগেই দিয়েছিলেন পন্থ। যেমন কথা তেমনই কাজ। মঙ্গলবার যে পন্থ সশরীরে কোটলায় উপস্থিত থাকবেন।
DC vs GT Live : ১১ বল বাকি থাকতেই ম্যাচ গুজরাতের
সাই সুদর্শন (অপরাজিত ৬২ রান) ও ডেভিড মিলারে (অপরাজিত ৩১) দাপটে ৬ উইকেটে ম্যাচ জিতল গুজরাত।
DC vs GT Live Score : দুরন্ত অর্ধশতরান সাই সুদর্শনের
মিলারের ঝড়ের মাঝে দুরন্ত অর্ধশতরান সাই সুদর্শনের।
DC vs GT Live : ছন্দে কিলার- মিলার
মুকেশ কুমারের এক ওভারে জোড়া ওভার বাউন্ডারি ও একটি বাউন্ডারি হাঁকালেন ডেভিড মিলার। ১৬ তম ওভারে এল ২০ রান। শেষ ৪ ওভারে ম্যাচ জিততে ২৬ রান দরকার গুজরাতের।
DC vs GT Live Score : রিভিউ নিয়ে বাঁচলেন মিলার
কুলদীপ যাদবের বল লাগে ডেভিড মিলারের প্যাডে। আম্পায়ার আউট দিলেও রিভিউতে দেখা যায় বল যাচ্ছিল উইকেটের বাইরে। রিভিউ নিয়ে বাঁচেন মিলার। ১৫ ওভারের শেষে গুজরাতের স্কোর ৪ উইকেটে ১১৭ রান। শেষ ৫ ওভারে জিততে দরকার ৪৬ রান।
DC vs GT Live : ৫০ রানের পার্টনারশিপ সাই-শংকরের
৫০ রানের পার্টনারশিপ সাই সুদর্শন ও বিজয় শংকরের। ১৩ ওভারের শেষে ৩ উইকেটে গুজরাতের স্কোর ১০৬ রান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
