এক্সপ্লোর
IPL Final Score, DC vs SRH: দিল্লিকে ১৫ রানে হারিয়ে এবারের আইপিএল-এ প্রথম জয় হায়দরাবাদের
আজ আইপিএল-এ পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দিল্লির সঙ্গে সবার নীচে থাকা হায়দরাবাদের লড়াই।

Background
আবু ধাবি: সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আয়ার। ফলে প্রথমে ব্যাটিং করছে হায়দরাবাদ। আজ এবারের আইপিএল-এ দুই দলেরই তৃতীয় ম্যাচ। আজ জিতে এগিয়ে যাওয়াই দিল্লির লক্ষ্য। অন্যদিকে, ঘুরে দাঁড়াতে চায় হায়দরাবাদ।
23:30 PM (IST) • 29 Sep 2020
হায়দরাবাদের হয়ে দুর্দান্ত বোলিং করেন রশিদ খান। তিনি ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন ভুবনেশ্বর কুমার। একটি করে উইকেট নেন টি নটরাজন ও খলিল আহমেদ।
23:29 PM (IST) • 29 Sep 2020
দিল্লির হয়ে সর্বোচ্চ ৩৪ রান করেন শিখর ধবন। ঋষভ পন্থ ২৮ ও শিরমন হেটমায়ার ২১ রান করেন। অধিনায়ক শ্রেয়স আয়ার করেন ১৭ রান। কাগিসো রাবাডা ১৫ রানে অপরাজিত থাকেন।
Load More
বাংলার সব ব্রেকিং খবর সবার আগে দেখুন এবিপি আনন্দে। বিনোদন, খেলা, করোনা ভ্য়াকসিন সহ অন্যান্য পছন্দের খবরের আপডেট পেতে পড়ুন বাংলার নির্ভরযোগ্য খবরের ওয়েবসাইট, এবিপি আনন্দ। অন্যান্য সম্পর্কিত খবরের জন্য ফলো করুন : এবিপি আনন্দ
New Update






















