এক্সপ্লোর
Advertisement
একদিনের সিরিজ শুরুর আগে ধাক্কা দক্ষিণ আফ্রিকা শিবিরে, প্রথম তিন ম্যাচে নেই ডিভিলিয়ার্স
নয়াদিল্লি: ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হওয়ার আগে বড়সড় ধাক্কা খেল দক্ষিণ আফ্রিকা। আঙুলের চোটের কারণে সিরিজের প্রথম তিনটি ম্যাচে খেলতে পারবেন না বিধ্বংসী ব্যাটসম্যান এ বি ডিভিলিয়ার্স। ৩৩ বছর বয়সের এই ব্যাটসম্যানের বিকল্প হিসেবে অবশ্য দলে কাউকে নেওয়ার কথা ঘোষণা করেনি ক্রিকেট সাউথ আফ্রিকা। প্রথম তিনটি ম্যাচের মধ্যেই চোট সারিয়ে সিরিজের বাকি ম্যাচগুলির জন্য তাঁকে পাওয়া যাবে বলেই আশা বোর্ডের।
ভারতের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্ট চলাকালে ডান হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন। এই চোট সারাতে কমপক্ষে দুই সপ্তাহ সময় প্রয়োজন বলে মিডিয়া রিলিজে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফেব্রুয়ারির ১০ তারিখ শনিবার ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সিরিজের চতুর্থ 'পিঙ্ক' একদিনের ম্যাচের আগে ডিভিলিয়ার্স সম্পূর্ণ সেরে উঠবেন বলে আশাবাদী বোর্ডের মেডিক্যাল দল।
উল্লেখ্য, তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টেস্টে সিরিজে ভারতকে ২-১ এ হারিয়ে জিতেছে দক্ষিণ আফ্রিকা। এবার দুই দলই ছয় ম্যাচের একদিনের সিরিজ জেতার লড়াইয়ে নামছে। আগামী ১ ফেব্রুয়ারি ডারবানের কিংসমিড স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ খেলা হবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement