এক্সপ্লোর
Advertisement
ধোনি সিনিয়রদের ভালভাবে সামলেছিল, বললেন কুম্বলে
পুণে: অধিনায়ক হিসেবে সিনিয়র খেলোয়াড়দের খুব ভালভাবে সামাল দিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এমনই মন্তব্য করলেন ভারতের কোচ অনিল কুম্বলে। তিনি বলেছেন, ’১০ বছর ভারতের অধিনায়ক থাকা বিস্ময়কর। এতেই অধিনায়ক হিসেবে ধোনির দক্ষতার পরিচয় পাওয়া যায়। দলে এতজন সিনিয়র খেলোয়াড় থাকা সত্ত্বেও অধিনায়ক হিসেবে কাজ চালানো সহজ নয়। ধোনি সিনিয়রদের খুব ভালভাবে সামলেছিল। দলের জন্য সবার কাছ থেকে সেরাটা আদায় করে নিয়েছিল। টেস্টে এক নম্বর হওয়ার পাশাপাশি বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি সহ বহু জয় পেয়েছে ধোনি।’
২০০৮ সালে কুম্বলে অবসর নেওয়ার পর টেস্টে ভারতের অধিনায়ক হন ধোনি। তার আগেই অবশ্য তিনি সীমিত ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়ক ছিলেন। তাঁর অধিনায়কত্বে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, কুম্বলে, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সহবাগ, হরভজন সিংহ, যুবরাজ সিংহের মতো সিনিয়র ক্রিকেটাররা খেলেছেন। তাঁদের নিয়েই সাফল্য পেয়েছিলেন ধোনি।
ধোনি উপযুক্ত সময়েই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন কুম্বলে। তাঁর বক্তব্য, ভারতের বর্তমান দলে যুবরাজ ছাড়া বাকি সবারই ধোনির নেতৃত্বে অভিষেক হয়েছে। বিরাট কোহলি দায়িত্ব নেওয়ার জন্য তৈরি। তাই ঠিক সময়েই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ধোনি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement