Diego Maradona Death: শোকপ্রকাশ মোদি, সচিন, শাহরুখের, তিনদিনের জাতীয় শোক ঘোষণা আর্জেন্তিনায়
ফুটবলের রাজপুত্রের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব
নয়াদিল্লি: এখনও বিস্ময়ের ঘোর কাটেনি। ফুটবলের রাজপুত্রের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব। দিয়েগো মারাদোনার মৃত্যুতে আর্জেন্তিনায় তিনদিনের জাতীয় শোক। আর্জেন্তাইন প্রেসিডেন্টের দফতরকে উদ্ধৃত করে সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, ‘দিয়েগো আর্মান্দো মারাদোনার মৃত্যুতে তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছেন প্রেসিডেন্ট।’
আকস্মিক প্রয়াণ। বাকরুদ্ধ চিরন্তন ফুটবল-রোমান্স। কিন্তু, মারাদোনা চিরকালীন। আর্জেন্তাইন জিনিয়াসের স্মরণে নিজেদের চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন করবে লিভারপুল, ম্যাঞ্চেস্টার সিটি, রিয়েল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ।
মারাদোনার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইটারে মোদির শোকবার্তা, ‘মারাদোনা ফুটবল কিংবদন্তী। বিশ্বজুড়ে ছিল তাঁর অপার জনপ্রিয়তা। ফুটবল মাঠের সেরা কিছু মুহূর্ত তিনি উপহার দিয়েছেন। তাঁর অকাল প্রয়াণে আমি মর্মাহত। তাঁর আত্মার শান্তি কামনা করি।’
Diego Maradona was a maestro of football, who enjoyed global popularity. Throughout his career, he gave us some of the best sporting moments on the football field. His untimely demise has saddened us all. May his soul rest in peace.
— Narendra Modi (@narendramodi) November 26, 2020
ব্যাটিং জিনিয়াস সচিন তেন্ডুলকরের শোকবার্তা, ‘ফুটবল ও ক্রীড়াবিশ্ব সর্বকালের অন্যতম সেরা এক ক্রীড়াব্যক্তিত্বকে হারাল। দিয়েগো মারাদোনার আত্মার শান্তি কামনা করি। তোমার অভাব অনুভব করব।’
Football and the world of sports has lost one of its greatest players today. Rest in Peace Diego Maradona! You shall be missed. pic.twitter.com/QxhuROZ5a5
— Sachin Tendulkar (@sachin_rt) November 25, 2020
শোকস্তব্ধ কিং খান। শাহরুখের ট্যুইট, দিয়েগো মারাদোনা। ফুটবলকে আরও সুন্দর করে তুলেছ তুমিই। তোমার অভাব অনুভব করব।
Diego Maradona....you made football even more beautiful. You will be sorely missed and may you entertain and enthral heaven as you did this world. RIP.... pic.twitter.com/PlR2Laxfj2
— Shah Rukh Khan (@iamsrk) November 25, 2020
রূপকথার অবসান। এক বর্ণময় চরিত্রের বিদায়। তবু, ফুটবলপ্রেমীদের চেতনায় জেগে থাকবে তাঁর অসামান্য স্কিল আর ঐশ্বরিক ড্রিবলিং।