Dinesh Karthik on Rahane: রাহানে নাকি অন্য কেউ, মুম্বই টেস্টে বাদ কে? কী বলছেন কার্তিক?
Dinesh Karthik on Rahane: কিন্তু কার বদলি হিসেবে দলে ঢুকবেন কোহলি। প্রথম টেস্টে ২ ইনিংসেই ব্যর্থ হওয়ার পর অজিঙ্ক রাহানের দিকেই আঙুল তুলেছেন।
মুম্বই: আগামী ৩ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট। সেই টেস্টে একাদশে ঢুকতে চলেছেন বিরাট কোহলি। কিন্তু কার বদলি হিসেবে দলে ঢুকবেন কোহলি। প্রথম টেস্টে ২ ইনিংসেই ব্যর্থ হওয়ার পর অজিঙ্ক রাহানের দিকেই আঙুল তুলেছেন। প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক দীনেশ কার্তিক বলেন, ''শ্রেয়স আইয়ার দুর্দান্ত পারফরম্যান্স করেছে প্রথম টেস্টে। আর তার পর এটুকু বলাই যায় যে যাবতীয় চাপ থাকবে রাহানের ওপর। মনে হয় ওকেই বাদ দেওয়া হবে একাদশ থেকে। এর আগে দক্ষিণ আফ্রিকা সফরে একবার বাদ পড়়েছিল রাহানে। কিন্তু আমার মনে হয় যে এবার যদি রাহানে বাদ পড়ে, তাহলে তা কোনও ভুল কিছু হবে না। কারণ ওর পারফরম্যান্সও আপ টু দ্য মার্ক হয়নি।''
রাহানে আরও বলেন, ''শ্রেয়স টেস্টে দুর্দান্ত শুরু করেছে। ভারতের ব্যাটিং লাইন আপে সবচেয়ে সফল গত ম্যাচে। আবার এমনও নয় যে রাহানে মাত্র ১-২টো ম্যাচ খারাপ পারফর্ম করেছে। ও অনেকটা সময় ধরেই অফফর্মে রয়েছে। আমার মনে হয় একটি ম্যাচে যদি ও একাদশের বাইরে থাকে, তবে চাপও কিছুটা কমবে।'
এদিকে, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ভারতীয় দল নির্বাচন এখনই করা হচ্ছে না। বিসিসিআই (bcci) আপতত এই নির্বাচন স্থগিত রেখেছে। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকায় (south africa) চোখ রাঙাচ্ছে করোনার নতুন প্রজাতি ‘ওমিক্রন’। এই পরিস্থিতিতে আদৌ সরকার কোনও নিষেধাজ্ঞা দেয় কি না, তার দিকে তাকিয়ে বিসিসিআই।
কানপুর টেস্টের পরই এই দল নির্বাচনের কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে। যে যে প্লেয়ারদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে, তাঁরা প্রত্যেকেই ফিরে আসবেন। কিন্তু তাঁদের ৫ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বায়ো বাবলে ঢোকার আগে। ৮ ডিসেম্বর প্রোটিয়া সফরের বিমান ধরার কথা। কিন্তু এখনও পর্যন্ত প্লেয়ারদের কোনও কিছু জানানো হয়নি। উল্লেখ্য, রোহিত শর্মা, কে এল রাহুল, ঋষভ পন্থ, মহম্মদ শামি, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরার মতো প্লেয়াররা হয়ত দক্ষিণ আফ্রিকা সফরে দলের সঙ্গে যোগ দেবেন।