Asian Games 2023: কাজে দিল না অনুরোধ, এশিয়ান গেমসে দীপা কর্মকারের অংশগ্রহণ করার স্বপ্ন শেষ
Dipa Karmakar: যোগ্যতাঅর্জনপর্বে দীপা শীর্ষস্থান দখল করলেও, তাঁর বদলে কেবল প্রণতি নায়ককেই এশিয়ান গেমসের ছাড়পত্র দেওয়া হচ্ছে।
নয়াদিল্লি: এশিয়ান গেমসে (Asian Games 2023) অংশগ্রহণের স্বপ্ন শেষ হয়ে গেল দীপা কর্মকারের (Dipa Karmakar)। চিনে তিনি নামতে পারবেন না। শুক্রবারই সাইয়ের তরফে ব্যক্তিগত বিভাগে অংশগ্রহণ করার তাঁর অনুরোধও খারিজ করে দেওয়া হয়। শুধু দীপা নয়, গোটা জিমন্যাস্ট দলের কাউকেই এশিয়ান গেমসে খেলতে দেখা যাবে না। তাঁরা এই প্রতিযোগিতায় খেলার জন্য ক্রীড়ামন্ত্রক যে যোগত্যার মাপকাঠি নির্ধারণ করেছিল, তাতেই বাধা পড়ে যান।
১৫ জুলাই এশিয়ান গেমসের জন্য নয় সদস্যের মহিলা জিমন্যাস্ট দলের ঘোষণা করা হয়েছিল। তবে তাদের মধ্যে কেবলমাত্র প্রণতি নায়কই মহিলাদের আর্টিস্টিক ইভেন্টে নামার ছাড়পত্র পেয়েছেন। দীপার পাশাপাশি প্রণতি দাস এবং প্রতিষ্ঠা সামন্তকেও শেষ নির্বাচনের জন্য বিবেচনাটুকুও করা হয়নি। পুরুষদের জিমন্যাস্ট বিভাগের অবস্থাও একইরকম। তপন মোহন্তি, রাকেশ পাত্র, যোগেশ্বর সিংহ, গৌরব কুমার এবং সত্যজিৎ মণ্ডল, পাঁচ পুরুষ জিমন্যাস্টকেই বাদ পড়েছেন এশিয়ান গেমস থেকে।
সাইয়ের প্রধান কার্যালয়ে জিমন্যাস্টিক ফেডারেশনের (Gymnastics Federation of India) প্রধান সুধীর মিত্তল এবং জিএফআই বিশেষজ্ঞ দীপক কাবরার উপস্থিতিতেই এক বৈঠক আয়োজিত হয়। সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে কেবলমাত্র প্রণতির নামই নির্বাচনের জন্য বিচার করা হবে। বাকিরা সদ্যসমাপ্ত যোগ্যতাঅর্জনপর্বে সন্তোষজনক পয়েন্ট স্কোর করতে পারেননি। মহিলাদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নিয়ে কোনও সমস্যা না হলেও, পুরুষ জিমন্যাস্টদের ক্ষেত্রে বিষয়টা খানিকটা ভিন্ন ছিল।
পুরুষ আর্টিস্টিক প্রতিযোগিতার জন্য পাঁচ সদস্যের দল বাছাই করা হলেও, ফেডারেশনের তরফে চার জনের জন্য লড়াই করা হয়। সত্যজিৎ-এর ক্ষেত্রে অবশ্য ফেডারেশনের তরফে মেনে নেওয়া হয় যে তিনি ট্রায়াল চলাকালীন চোট পান এবং তাঁর চোট সারাতে বেশ খানিকটা সময়ের প্রয়োজন হবে। দীপার ক্ষেত্রে ফেডারেশনের তরফে জানানো হয় সহানুভূতির ওপর ভর করে তাঁকে এশিয়ান গেমসের ছাড়পত্র দেওয়া সম্ভব নয়। রিও অলিম্পিক্সে চতুর্থ স্থানাধিকারী দীপা ২০১৯ সাল থেকেই জিমন্যাস্টিক্সের বাইরে রয়েছেন। প্রথমে তিনি চোটের কবলে পড়েন এবং তারপর নিষিদ্ধ দ্রব্য নেওয়ায় ২১ মাসের জন্য তাঁকে নির্বাসিত হতে হয়। তিনি কোয়ালিফায়ার্সে প্রথম স্থান দখল করলেও, তা এশিয়ানের ছাড়পত্র পাওয়ার জন্য যথেষ্ট ছিল না।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: ডার্বি জিতেই বাগান ফুটবলারদের খোঁচা কুয়াদ্রাতের, কী বললেন লাল হলুদ কোচ?