এক্সপ্লোর
দেখুন ভিডিও: হারের পর ড্রেসিংরুমে গম্ভীর মুখে একাকী ধোনি

অ্যান্টিগা:ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে চলতি একদিনের সিরিজে নয়া মোড়। চতুর্থ একদিনের ম্যাচে ভারতকে হারিয়ে সিরিজে লড়াই ফিরিয়ে এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ওই ম্যাচেই ভারতের সিরিজ জয়ের সুযোগ ছিল। কিন্তু রবিবারের ম্যাচে হার অঙ্ক গুলিয়ে দিয়েছে। শেষম্যাচে জিতলে সিরিজ জিতবে ভারত। অন্যদিকে, হারলে সিরিজ ড্র হয়ে যাবে।
চতুর্থ ম্যাচে হারের জন্য অনেকেই মহেন্দ্র সিংহ ধোনির মন্থর ব্যাটিংকে দুষছেন। হারের পর ড্রেসিংরুমে প্রাক্তন অধিনায়কের যে ছবি ধরা পড়েছে তাতে দেখা যাচ্ছে, প্রচণ্ড হতাশ তিনি। ম্যাচ জেতার পর ক্যারিবিয়ান খেলোয়াড়রা যখন একে অপরের সঙ্গে মাঠে শুভেচ্ছা বিনিময় করছেন, তখন ধোনিকে দেখা গেল থমথমে মুখে ড্রেসিংরুমে বসে থাকতে।
ওই ম্যাচে ১১৪ বলে ৫৪ রান করেন ধোনি। রবিবারের ম্যাচে একদিনের ক্রিকেটের ইতিহাসে যে রেকর্ড তিনি গড়লেন তা খুব শীঘ্রই ভুলে যেতে চাইবেন ধোনি। একদিনের ক্রিকেটে এটাই তাঁর মন্থরতম হাফসেঞ্চুরি।
৭ বলে জয়ের জন্য জখন ১৪ রান দরকার, তখন বাউন্ডারি মারতে গিয়ে আউট হন ধোনি। ফিনিসার ধোনি এমন অবস্থায় বহু ম্যাচ জিতিয়েছেন। কিন্তু এবার পারলেন না।
আগামী ৬ জুলাই সিরিজের শেষ ম্যাচ।
It hurts to see him like this ???? pic.twitter.com/8UMsek3YVl
— CricGif (@CricGif17) July 2, 2017
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















