Novak Djokovic: দুবাই টুর্নামেন্টে কোয়ার্টারে হেরে ক্রমতালিকায় শীর্ষস্থান হারালেন জকোভিচ
Novak Djokovic: অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জকোভিচ। ভ্যাকসিন বিতর্কে জড়িয়েছিলেন। এরপর মেলবোর্ন থেকেই সার্বিয়ার প্লেন ধরতে হয়েছিল টুর্নামেন্ট না খেলে।
দুবাই: টেনিস ক্রমতালিকায় শীর্ষস্থান হারালেন নোভাক জকোভিচ (novak djokocvic)। দুবাই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন জোকার। শুধু হারই নয়, বলা যেতে পারে টুর্নামেন্টে একরকম অঘটনও জোকারের হার। কারণ, তিনি হেরে যান বিশ্বের ১২৩ নম্বর চেক প্রজাতন্ত্রের জিরি ভেসিলির বিরুদ্ধে। খেলার ফল জিরির পক্ষে ৬-৪, ৭-৬ (৭-৪)।
অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি জকোভিচ। ভ্যাকসিন বিতর্কে জড়িয়েছিলেন। এরপর মেলবোর্ন থেকেই সার্বিয়ার প্লেন ধরতে হয়েছিল টুর্নামেন্ট না খেলে। তারপর প্রথমবার কোর্টে নেমেছিলেন এই তারকা টেনিস প্লেয়ার। কিন্তু দুবাই টুর্নামেন্টে অন্তত পক্ষে সেমিফাইনালে পৌঁছোতেই হত জকোভিচকে। কিন্তু তিনি পারলেন না। তার আগেই ছিটকে গেলেন। ফলে ড্যানিয়েল মেদভেদেভ পৌঁছে গেলেন ক্রমতালিকায় শীর্ষে। অস্ট্রেলিয়ান ওপেনে রাফায়েল নাদালের বিরুদ্ধে হারতে হয়েছিল যাঁকে।
ভ্যাকসিন না নেওয়া। ফর্মে ভুল তথ্য দেওয়া। করোনা আক্রান্ত হয়ে ইন্টারভিউ দেওয়া, অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে একের পর এক বিতর্কে জড়িয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে পারেননি। তাঁকে দেশে ফেরত পাঠিয়েছিল অস্ট্রেলিয়া সরকার। কিন্তু এই ঘটনার রেশ কাটতে না কাটতেই নতুন এক হুঁশিয়ারি সার্বিয়ান টেনিস তারকার জন্য। ফরাসি ক্রীড়ামন্ত্রকের তরফে বলা হয়েছে যে কোভিডের ভ্যাকসিন না নিলে ফরাসি ওপেনেও খেলতে দেওয়া হবে না বিশ্বের এক নম্বর টেনিস তারকাকে। অস্ট্রেলিয়া সরকার যে পথে হেঁটেছে, সেই পথই অনুসরণ করতে চাইছে ফরাসি সরকার।
ফরাসি ক্রীড়ামন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ''নিয়ম খুব পরিষ্কার। আইন জারি হওয়ার পর হেকে ভ্যাকসিনেশোন শুরু হবে। ক্রীড়াব্যক্তিত্ব হোক বা দর্শক সবাইকেই ভ্যাকসিন নিতে হবে। ফরাসি ওপেন হয় মে মাসে। ততদিনে পরিস্থিতি বদলে যেতে পারে। সেদিকেও লক্ষ্য রাখব আমরা। কিন্তু এটুকু নিশ্চিত ভ্যাকসিনের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।'' উল্লেখ্য, অস্ট্রেলিয়া বিমানবন্দরে আটক থাকার পর থেকে সেখানে যেভাবে হোটেলবন্দি রাখা হয়েছিল জকোভিচকে, সেই সময় সার্বিয়ান প্রেসিডেন্টের বিপুল সমর্থন পেয়েছিলেন বিশ্বের ১ নম্বর টেনিস তারকা।