IND vs ENG: ''নিজেদের বিছানো জালেই যেন উল্টে না পড়তে হয়'', রোহিতদের সতর্কবার্তা হরভজনের
Harbhajan On Indian Team: তাঁদের বদলে সরফরাজ খান ও ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হয়েছে। বিরাট কোহলিকেও অবশ্য পাবে না ভারত দ্বিতীয় টেস্টে। প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন কিং কোহলি।
বিশাখাপত্তনম: আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-ইংল্যান্ড (IND vs ENG) দ্বিতীয় টেস্ট। হায়দরাবাদে আয়োজিত প্রথম টেস্টে ২৮ রানে জয় ছিনিয়ে নিয়েছিল স্টোকস বাহিনী। একেই সিরিজে হার। তার ওপর আবার কে এল রাহুল (KL Rahul), রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) ছিটকে গিয়েছেন বিশাখাপত্তনম টেস্ট থেকে। তাঁদের বদলে সরফরাজ খান ও ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হয়েছে। বিরাট কোহলিকেও অবশ্য পাবে না ভারত দ্বিতীয় টেস্টে। এই পরিস্থিতিতে টিম রোহিতকে সতর্ক করছেন হরভজন সিংহ। নিজেদের বিছানো জালেই যেন ফেঁসে না যান রোহিতরা।
নিজের ইউটিউব চ্যানেলে প্রাক্তন ভারতীয় অফস্পিনার বলেন, ''বোর্ড যে দল ঘোষণা করেছে দ্বিতীয় টেস্টের জন্য, সেই দলে রাহুল ও জাডেজাকে রাখা হয়নি। চোটের জন্য ওঁরা ছিটকে গিয়েছে। আদৌ সিরিজে ফিরতে পারবে কি না জানা নেই। বিরাটও নেই আগামী টেস্টে। শুভমন ফর্মে নেই। শ্রেয়সও রান পাচ্ছে না। কিন্তু দুজনেই বিশ্বমানের প্লেয়ার। তবে রান পাচ্ছে না ওরা।''
ভাজ্জি আরও বলেন, ''দলে ব্যাটিং লাইন আপে অভিজ্ঞতা কম। রোহিত আছে, এরপর অশ্বিন রয়েছে। ভারত যদি স্পিনিং ট্র্যাকে ইংল্যান্ডকে আক্রমণের ছক কষে তবে কিন্তু হিতে বিপরীতও হতে পারে। প্রথম টেস্টেই তার নমুনা পেয়েছি আমরা। এছাড়াও দ্বিতীয় টেস্টের জন্য ওয়াশিংটন সুন্দরকে দলে নেওয়া হয়েছে। আমি বলব শুধু টার্নিং ট্র্য়াকের বদলে একটা ভাল উইকেটে খেলা হয়, তবে ব্যাটাররাও একটু সময় কাটাতে পারবে, রান পাবে, কারণ তারা বেশিরভাগই অনভিজ্ঞ।''
উল্লেখ্য, এমনিতেই ব্যক্তিগত কারণ দেখিয়ে সিরিজের প্রথম দুই টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। যার জেরে দুর্বল হয়েছে ভারতের ব্যাটিং (Team India)। হায়দরাবাদে ইংল্যান্ডের ২৩১ রানের লক্ষ্যপূরণ করতে গিয়ে ভারতীয় ইনিংস যখন কেঁপে গিয়েছিল, রোহিতরা ম্যাচ হেরেছিলেন ২৮ রানে, অনেকেই কোহলির অনুপস্থিতি নিয়ে হাহুতাশ করেছিলেন।
তবে দ্বিতীয় টেস্টে শুধু কোহলি নন, খেলতে পারবেন না আরও দুই তারকা। কে এল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। দুজনেরই চোট রয়েছে। জাডেজার হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। রবিবার হায়দরাবাদে রান আউট হয়েছিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। সেই রানটি নিতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন জাডেজা। তাঁকে পায়ে হাত দিয়ে খোঁড়াতেও দেখা গিয়েছিল। সেই চোটের ধাক্কাতেই দ্বিতীয় টেস্টে নেই তিনি।