Duleep Trophy Final: নাইট তারকার অনবদ্য শতরানের সুবাদে দ্বিতীয় দিনের শেষে চাপে পশ্চিমাঞ্চল
West Zone vs South Zone: পশ্চিমাঞ্চলের ২৭০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণাঞ্চলের স্কোর সাত উইকেটের বিনিময়ে ৩১৮ রান।
কোয়েম্বাটুর: দলীপ ট্রফির ফাইনালে (Duleep Trophy Final), দ্বিতীয় দিনের শেষে পশ্চিমাঞ্চলের বিরুদ্ধে সুবিধাজনক জায়গায় দক্ষিণাঞ্চল (West Zone vs South Zone)। সৌজন্যে কেকেআর তারকা বাবা ইন্দ্রজিৎ (Baba Indrajith)। তামিলনাড়ু তথা কেকেআর তারকা ইন্দ্রজিৎ-র শতরানে ভর করেই দ্বিতীয় দিনের শেষে এগিয়ে রয়েছে তাঁর। পশ্চিমাঞ্চলের ২৭০ রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে দক্ষিণাঞ্চলের স্কোর সাত উইকেটের বিনিময়ে ৩১৮ রান।
ইন্দ্রজিৎ-র পরাক্রম
বাবা ইন্দ্রজিৎ ১২৫ বলে ১১৮ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১৪টি চারে। হনুমা বিহারীর নেতৃত্বাধীন দক্ষিণাঞ্চলের হয়ে ইন্দ্রজিৎ বাদে আর কেউই অর্ধশতরানের গণ্ডি পার করতে পারেননি। অবশ্য মণীশ পাণ্ডে ৪৮ এবং মণীশেরই কর্ণাটকসতীর্থ কৃষ্ণাপ্পা গৌতম ৪৩ রান করেন। তবে ময়ঙ্ক আগরওয়াল (৯), হনুমা (২৫) রান পাননি। পশ্চিমাঞ্চলের হয়ে জয়দেব উনাদকাট এবং অতীত শেঠ তিনটি করে উইকেট নেন।
.@IndrajithBaba scored a solid ton on Day 2 of the #DuleepTrophy #Final as South Zone sailed past West Zone's first-innings total. #WZvSZ | @mastercardindia
— BCCI Domestic (@BCCIdomestic) September 22, 2022
Here's how the action unfolded 🎥 🔽 https://t.co/NJrRobKkjz pic.twitter.com/pxF80is4Ra
ব্যর্থ রাহানে
অপরদিকে, অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন পশ্চিমাঞ্চলের হয়ে বড় বড় তারকারা প্রথম ইনিংসে হতাশই করেন। রাহানে নিজে মাত্র আট রান করে আউট হন। জশস্বী জয়সওয়াল (১), প্রিয়ঙ্ক পাঞ্চাল (৭) ব্যর্থ হন। শ্রেয়স আইয়ারও ৩৭ রানের বেশি করতে পারেননি। সরফরাজ খান করেন ৩৪। শেষের দিকে উনাদকাট ৪৭ রানের ইনিংস না খেললে সম্ভবত ২৫০ রানের গণ্ডিও পার করতে পার করতে পারত না পশ্চিমাঞ্চল।
পশ্চিমাঞ্চলের হয়ে অবশ্য ফর্মে থাকা হিত পটেল সর্বাধিক রান করেন। মাত্র দুই রানের জন্য শতরান ফস্কে ৯৮ রানে আউট হন হিত। দক্ষিণাঞ্চলের হয়ে তামিলনাড়ুর বাঁ-হাতি স্পিনার সাই কিশোর প্রথম ইনিংসে পাঁচ উইকেট নেন। বাসিল থাম্পি নেন তিন উইকেট। তৃতীয় দিনে ইতিমধ্যেই ৪৮ রানে এগিয়ে থাকা পশ্চিমাঞ্চল নিজেদের লিড আরও বাড়াতে বদ্ধপরিকর হবে। এই বিষয়ে তাদের ভরসা ২৬ রানে ব্যাট করা রবি তেজা। অপরদিকে, পশ্চিমাঞ্চল দ্রুত ইনিংস শেষ করে জয়ের লক্ষ্যেই ঝাঁপাবে। ম্যাচ এই অবস্থায় ড্র হলে প্রথম ইনিংসে লিডের সুবাদে দক্ষিণাঞ্চলই এবারের দলীপ ট্রফির বিজেতা হবে।
আরও পড়ুন: দিল্লি ক্যাপিটালসের কর্ণধার গ্রুপের সঙ্গে ঋষভ পন্থের সম্পর্কে চিড়?