Durand Cup 2023: বাংলাদেশ আর্মিকে ৫ গোল দিয়ে ডুরান্ড অভিযান শুরু করল মোহনবাগান সুপার জায়ান্ট
Mohun Bagan super Giant vs Bangladesh Army: সবুজ মেরুনের হয়ে লিস্টন কোলাসো, মনবীর সিংহ, সুহেল ভট্ট, লালরিনলিয়ানাই নামতে এবং কিয়ান নাসিরি।
কলকাতা: আজ টুর্নামেন্টের রেকর্ড চ্যাম্পিয়ন (১৬ বার) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan super Giant) বিরুদ্ধে বাংলাদেশ আর্মির (Bangladesh Army) ম্যাচ দিয়ে ডুরান্ড কাপের (Durand Cup 2023) সূচনা হয়। সেই ম্যাচেই দাপুটে জয় দিয়ে অভিযান শুরু করল সবুজ মেরুন। এক, দুই নয়, ৫-০ গোলে বাংলাদেশ আর্মিকে হারাল মোহনবাগান। সবুজ মেরুনের হয়ে লিস্টন কোলাসো, মনবীর সিংহ, সুহেল ভট্ট, লালরিনলিয়ানাই নামতে এবং কিয়ান নাসিরি।
দুরন্ত জয়ে অভিযান শুরু
১৯৯৭ সালে এই বাংলাদেশ আর্মিকেও ২-০ গোলে হারিয়েছিল সবুজ-মেরুন। এবার প্রথম সারির অনেক তারকাকে মাঠে না নামালেও, তার থেকেও বড় জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত সবুজ মেরুনই নিজেদের দাপট অব্যাহত রাখে। ম্যাচের ১৫ মিনিটে ডান উইং ধরে রবি বাহাদুর রানার দুরন্ত রানের পর তিনিই কোলাসোকে বল পাস করেন। কোলাসো গোল করে সবুজ মেরুনকে ম্যাচে এগিয়ে দিতে কোনওরকম ভুল করেননি।
ম্যাচে পিছিয়ে পড়ার পর বাংলাদেশ আর্মি খানিকটা লড়াইয়ে ফেরার চেষ্টা করেছিল বটে, তবে সেই সময়ই নামতেকে পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করা হয়। পেনাল্টি থেকে গোল করে মোহনবাগানের স্কোর দ্বিগুণ করেন মনবীর। ম্যাচের ৩৯ মিনিটে কোলাসোর অনবদ্য চিপ পাস গোটা বাংলাদেশ আর্মি রক্ষণকে বোকা বানিয়ে দেয়। সুহেল ভট্ট চোখধাঁধানো গোল করেন। ৩-০ এগিয়ে যায় সবুজ মেরুন। প্রথমার্ধের শেষের দিকে ইনজুরি টাইমে বাংলাদেশের মিনাজুর রহমান কোলাসোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখেন। ফলে ১০ জনে নেমে যায় বাংলাদেশ আর্মি।
দ্বিতীয়ার্ধেও শুরুর দিকে, ৫৮ মিনিটে কোলাসোর ফ্রি-কিক থেকে নামতে মোহনবাগানের চতুর্থ গোল করায় বাংলাদেশ আর্মির ম্যাচে ফেরার সমস্ত আশা শেষ হয়ে যায়। ম্যাচের নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক এক মিনিট আগে, ৮৯ মিনিটে কিয়ান নাসিরি পঞ্চম গোলটা করেন। এ গোলেরও সৃষ্টিকর্তা পরোক্ষভাবে লিস্টন কোলাসোই। তাঁর শট বাংলাদেশ আর্মির কিপার সেভ করে দেওয়ার পর, ফিরতি বল থেকে ট্যাপ ইনে গোল করেন কিয়ান।
A proper 5-star performance! We move! 🔥💪#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/8tfbqUCsOJ
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 3, 2023
মোহনবাগানে নতুন ডিফেন্ডার
দলবদলের বাজারে ফের শিরোনামে চলে এল মোহনবাগান সুপার জায়ান্ট। এতদিন আক্রমণ বিভাগ ও মাঝমাঠকে শক্তিশালী করার কাজ করছিল সবুজ-মেরুন শিবির। এ বার রক্ষণ বিভাগ গোছানোর কাজও শুরু করল তারা। বিভিন্ন নামী স্প্যানিশ ক্লাবের হয়ে দু’শোর ওপর ম্যাচ খেলা অভিজ্ঞ সেন্টার ব্যাক হেক্টর ইয়ুস্তেকে সই করাল তারা। বৃহস্পতিবার নতুন মরশুম শুরুর দিন সরকারি ভাবে এই খবর জানানো হয় ক্লাবের পক্ষ থেকে।
গত মরশুমে সাইপ্রাসের ক্লাব ওমোনিয়া নিকোসিয়ার হয়ে খেলেন হেক্টর। সাইপ্রাসের ক্লাবের হয়েই গত মরশুমে ইউরোপা লিগে খেলেছিলেন ইয়ুস্তে।ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে আটকানোর দায়িত্বও ছিল তাঁর কাধে। এবার সেই ডিফেন্ডারকে সই করিয়েই রক্ষণভাগ শক্তিশালী করে নিল সবুজ মেরুন। নিকোসিয়ার সঙ্গে ইয়ুস্তের চুক্তি শেষ হওয়ার পরই তাঁকে সই করিয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: একই দিনে বিদায় ব্রাজ়িল-ইতালির, বিশ্বকাপে মেসির দেশের স্বপ্নও শেষ