Durga Puja 2022: রেড রোড কার্নিভালের জন্য নির্বাচিত সৌরভের পুজো, পরিকল্পনা শুরু উদ্যোক্তাদের
Barisha Players Corner: পুজোর সুবর্ণ জয়ন্তীতে বিশেষ স্বীকৃতি বড়িশা প্লেয়ার্স কর্নারের। যে পুজো সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পুজো নামেই পরিচিত।
![Durga Puja 2022: রেড রোড কার্নিভালের জন্য নির্বাচিত সৌরভের পুজো, পরিকল্পনা শুরু উদ্যোক্তাদের Durga Puja 2022: Sourav Ganguly's Barisha Players Corner selected for Red Road Carnival of Durga Puja Durga Puja 2022: রেড রোড কার্নিভালের জন্য নির্বাচিত সৌরভের পুজো, পরিকল্পনা শুরু উদ্যোক্তাদের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/03/70fd708512e9e79df5f5ea536e462785166480918836050_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: পুজোর সুবর্ণ জয়ন্তীতে বিশেষ স্বীকৃতি বড়িশা প্লেয়ার্স কর্নারের। যে পুজো সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পুজো নামেই পরিচিত।
রেড রোডের কার্নিভালে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল বড়িশা প্লেয়ার্স কর্নার (Barisha Players Corner)। প্রথমবারের জন্য। যে আমন্ত্রণ পেয়ে উচ্ছ্বসিত উদ্যোক্তারা।
বরাবর সাবেক প্রতিমা করে এসেছে বড়িশা প্লেয়ার্স কর্নার। তবে এবার পুজোর পঞ্চাশ বছরে প্রথমবার থিমপুজোর আঙিনায় প্রবেশ করেছে তারা। ঘটনাচক্রে, এবছরই পঞ্চাশ পূর্ণ করেছেন সৌরভ। আর তাঁর জন্মের বছরই যে পুজো শুরু হয়েছিল চণ্ডী গঙ্গোপাধ্যায়ের উদ্যোগে, সেই পুজো এবারই প্রথম থিম করেছে। যথেষ্ট জনপ্রিয়ও হয়েছে তাদের থিম 'শুদ্ধসূচি'।
সোমবার বড়িশা প্লেয়ার্স কর্নারের অন্যতম এক উদ্যোক্তা এবিপি লাইভকে বললেন, 'এবার বিশ্ব বাংলা পুরস্কার পেয়েছি আমরা। তারপর আজই মুখ্যসচিবের ফোন আসে। আমাদের জানানো হয়, রেড রোডের কার্নিভালে আমরা থাকব। বেহালার দশটি পুজো এই কার্নিভালে সুযোগ পেয়েছে। তার মধ্যে আমরা রয়েছি।'
রেড রোডের কার্নিভালে আমন্ত্রিত প্রত্যেক পুজো কমিটির তরফে বিশেষ পারফর্ম করা হয়। বড়িশা প্লেয়ার্স কর্নার কী করবে? পরিকল্পনা দ্রুত সেরে ফেলতে চায় উদ্যোক্তারা। এক উদ্যোক্তার কথায়, 'আমরা মহারাজদার (সৌরভের ডাকনাম) সঙ্গে বসব। ওঁর পরামর্শ নিয়ে তারপর পরিকল্পনা চূড়ান্ত করব।'
পুজোয় আর পাঁচজন বাঙালির মতোই ঠাকুর দেখতে, খাওয়াদাওয়া করতে ভালবাসেন তিনি। আর ভালবাসেন ঢাকের বোল, ধুনুচি নাচ। তিনি, সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/topic/durga-puja" data-type="interlinkingkeywords">পুজোর আনন্দে যিনি মেতে উঠেছেন।
সোমবার বিকেলে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশনের মণ্ডপে গিয়েছিলেন সৌরভ। প্রতিমা দর্শন করেন। তারপর সৌরভ বলেন, 'পশ্চিমবঙ্গের পুজো পৃথিবীর শ্রেষ্ঠ। পাড়ার বাইরে এবার প্রথম পুজো দেখলাম এখানেই। আরও ২-৩টি ঠাকুর দেখব। পাড়ায় পুজো রয়েছে। খুব একটা বেরনো হয় না। তবে ৩-৪টে ঠাকুর দেখি।'
মহাষ্টমীর দিন সকাল থেকে পুজোর আনন্দে মাতোয়ারা সৌরভ। সকালে অঞ্জলি দেন পাড়ার পুজো বড়িশা প্লেয়ার্স কর্নারে। ঢাক বাজাচ্ছেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)। সঙ্গে শুভ্রদীপ গঙ্গোপাধ্যায়-সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ঢাক বাজালেন সৌরভের আপ্তসহায়ক তানিয়া ভট্টাচার্যও। আর সোফায় বসে দেখছেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মুখে স্মিত হাসি। পাশে দাঁড়িয়ে বন্ধু, আত্মীয়স্বজনরা।
মহাষ্টমীর দিন বড়িশা প্লেয়ার্স কর্নারের পুজোয় এভাবেই মেতে উঠলেন জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট।
আরও পড়ুন: বিধ্বংসী ইনিংস বাংলার রিচার, বৃষ্টির কাঁটা উপড়ে এশিয়া কাপে মালয়েশিয়াকে হারাল ভারত
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)