এক্সপ্লোর
দুই প্রধানের সমর্থকদের নজরে এডু-বুকেনওয়া

কলকাতা: এ-সপ্তাহের শেষেই কলকাতা ফুটবলের ব্লকবাস্টার উইকএন্ড৷ আই-লিগ অভিযান শুরু করছে দুই প্রধান৷ শনিবার ঘরের মাঠে আইজল এফসি-এর বিরুদ্ধে আই লিগ অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল৷ আর রবিবার চার্চিল ব্রাদার্সের মুখোমুখি মোহনবাগান৷ তার আগেই দুই শিবিরে হাজির দুই নতুন বিদেশি৷ একদিকে মোহনবাগানের এডুয়ার্ডো অন্যদিকে ইস্টবেঙ্গলের ইভান বুকেনওয়া৷ প্রথম দিনের অনুশীলনে বাগানের নতুন ডিফেন্ডার এডুয়ার্ডো সময় কাটালেন ফিজিও গার্সিয়ার সঙ্গে৷ নজর দিলেন মূলত ফিটনেস ট্রেনিংয়ে৷ তাঁর ফর্ম দেখে খুশি বাগানের হেডস্যার৷ অন্যদিকে, ইস্টবেঙ্গলের ডিফেন্স সামলাতে এলেন উগান্ডার ফুটবলার বুকেনওয়া৷ এডুয়ার্ডো যখন ফিটনেস ট্রেনিংয়ে ব্যাস্ত, তখন বুকেনওয়াও নেমে পড়লেন বল-পায়ে৷ বিকেলে আইএফএ-তে সই করার পর বুকেনওয়া তাকিয়ে তাঁর নতুন মরসুমের দিকে৷ এদিন দুই নতুন বিদেশীকে ঘিরে দুই ক্লাবের সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















