East Bengal vs Mohun Bagan: আজ ডার্বি, মুখোমুখি সাক্ষাতে এগিয়ে কারা? ইস্টবেঙ্গল-মোহনবাগানের রেকর্ডবুক
Kalinga Super Cup: কলিঙ্গ সুপার কাপ সেমিফাইনালে উঠবে কারা, মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG) না ইস্টবেঙ্গল এফসি (EBFC), তার ফয়সালা হয়ে যাবে শুক্রবার সন্ধ্যায় এই দুই দলেরই দ্বৈরথে।
ভুবনেশ্বর: শুক্রবার ভুবনেশ্বরে ধুন্ধুমার লড়াই। কলিঙ্গ সুপার কাপে (Kalinga Super Cup) মুখোমুখি ভারতীয় ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী - ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) ও মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant)।
কলিঙ্গ সুপার কাপ (Kalinga Super Cup) সেমিফাইনালে উঠবে কারা, মোহনবাগান সুপার জায়ান্ট (MBSG) না ইস্টবেঙ্গল এফসি (EBFC), তার ফয়সালা হয়ে যাবে শুক্রবার সন্ধ্যায় এই দুই দলেরই দ্বৈরথে।
তবে মোহনবাগানের সামনে যেমন জয় ছাড়া শেষ চারে যাওয়ার আর কোনও রাস্তা নেই, ইস্টবেঙ্গলের সামনে এই ম্যাচ ড্র করেও শেষ চারে যাওয়ার রাস্তা খোলা আছে।
সুপার কাপ লিগ টেবলে দুই দলেরই পয়েন্ট সংখ্যা সমান (৬)। দুই দলের গোলপার্থক্যও সমান (২)। তফাৎ শুধু একটা জায়গাতেই এবং তা গোলসংখ্যায়।
ইস্টবেঙ্গল যেখানে পাঁচ গোল দিয়ে তিন গোল খেয়েছে, সেখানে মোহনবাগান চার গোল দিয়ে দুই গোল খেয়েছে। একটি গোল বেশি দেওয়ার কারণেই শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এক ধাপ এগিয়ে থেকে নামছে লাল-হলুদ শিবির।
শুক্রবার হার-জিতের ফয়সালা হলে জয়ী দল বেশি পয়েন্ট পেয়ে স্বাভাবিক নিয়মেই শেষ চারে পৌঁছে যাবে। কিন্তু ম্যাচ ড্র হলে গোলসংখ্যায় এগিয়ে থেকে সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে যাবে ইস্টবেঙ্গলই।
A rivalry for the ages. A battle for the bragging rights! ⚔️
— East Bengal FC (@eastbengal_fc) January 19, 2024
Come on, you Red & Golds! ❤️💛
Watch today’s #KolkataDerby live on JioCinema. 💻#KalingaSuperCup #JoyEastBengal #EastBengalFC #MBSGEB pic.twitter.com/eAsgHJ7pwt
দুই দলের দ্বৈরথের ইতিহাস বলছে, ইস্টবেঙ্গল ও মোহনবাগান এখনও পর্যন্ত খেলেছে মোট ৩৬৯টি ম্যাচ। তার মধ্যে ১৪০টি ম্যাচে জিতেছে ইস্টবেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে মোহনবাগান জিতেছে ১২৮টি ম্যাচ। ১২৬টি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে।
তবে দুই প্রধানের শেষ সাক্ষাতে শেষ হাসি হেসেছিল সবুজ-মেরুন শিবিরই। সেটা ছিল ডুরান্ড কাপের ফাইনাল। ১-০ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। ভুবনেশ্বরে শেষ হাসি কাদের জন্য তোলা রয়েছে?
আরও পড়ুন: বাংলা ক্রিকেট দলকে উদ্বুদ্ধ করতে ১৪ বছর পর ইডেনে অভীক
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে