FIFA World Cup: কাতার বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে ইকুয়েডর
Ecuador Football Team: ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব উতরে কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশ। ‘এ’ গ্রুপে ইকুয়েডরের প্রতিপক্ষ কাতার, সেনেগাল ও নেদারল্যান্ডস।
কাতার: ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটি দিন বাকি। কিন্তু তার আগেই চিন্তার কালো মেঘ ইকুয়েডর শিবিরে। কাতার বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে ইকুয়েডর। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে ইকুয়েডর না কি বয়স ভাঁড়িয়ে একজন ফুটবলারকে খেলিয়েছিল। চিলি এই বিষয়ে ফেডারেশনের কাছে অভিযোগ জানিয়েছিল। ফিফা এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত করছে। যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে বিশ্বকাপ থেকে বাতিলের খাতায় চলে যেতে পারে এই দেশটি।
উল্লেখ্য, ২০২২ বিশ্বকাপ বাছাইপর্ব উতরে কাতার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার এই দেশ। ‘এ’ গ্রুপে ইকুয়েডরের প্রতিপক্ষ কাতার, সেনেগাল ও নেদারল্যান্ডস। ২০ নভেম্বর কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু হবে।
দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে সাত নম্বরে থেকে শেষ করেছেন চিলি। ভিদালের দেশ সেই সময় অভিযোগ জানিয়েছিল যে ইকুয়েডরের হয়ে খেলা রাইটব্যাক বায়রন দাভিদ কাস্তিয়ো জন্ম ও বয়েসর ভুয়ো প্রমাণপত্র দেখিয়েছেন। তাঁর জন্ম না কি কলম্বিয়ায়। চিলির এই অভিযোগ প্রমাণিত হলে ইকুয়েডরের হয়ে কাস্তিয়ো বাছাইপর্বে যে আট ম্যাচ খেলেছেন, তার সব কটিতেই পয়েন্ট কাটত ফিফা। আর সেই পয়েন্টগুলো প্রতিপক্ষ দল পেয়ে যেত। এর ফলে চিলি আরও বেশি পয়েন্ট নিয়ে বিশ্বকাপের মূলপর্বে চলে যেতে পারত। তা হয়নি। এখন দেখার ফিফার তদন্তের পর ইকুয়েডরের বিশ্বকাপ ভাগ্য কোথায় দাঁড়িয়ে।
বায়ার্নের কাছে হারল বার্সা
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ 'সি'-তে বায়ার্ন-বার্সা ম্যাচে চর্চার কেন্দ্রবিন্দুতে ছিলেন রবার্ট লেওয়ানডস্কি। এ মরসুমেই বায়ার্ন ছেড়ে বার্সায় যোগ দিয়েছেন লেওয়ানডস্কি। নতুন ক্লাবের হয়ে দারুণ ফর্মেও রয়েছেন তিনি। তবে এদিন আলিয়ান্স আরিনায় তাঁর প্রত্যাবর্তনে খালি হাতেই ফিরতে হল লেওয়ানডস্কিকে। পরাজিত হয়ে ফিরল বার্সাও। প্রথমার্ধে অবশ্য গোল করার ভাল সুযোগ পেয়েছিলেন বটে লেওয়ানডস্কি। তবে সে সুযোগ হাতছাড়া করেন তিনি। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য। দ্বিতীয়ার্ধে বায়ার্নকে ৫০ মিনিটে এগিয়ে দেন লুকাস হার্নান্ডেজ। তার চার মিনিট পরেই লিরয় সানে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচ ২-০ গোলে জিতে নেয় বার্সা। এই গ্রুপেরই আরেক ম্যাচে এডিন জেকো এবং ডেন্জেল ডামফ্রিসের গোলে ইন্টার মিলান ২-০ হারায় ভিক্টোরিয়া প্লেজেনকে।