ENG vs AUS: অর্ধশতরান লাবুশেনের, ওকসের ৪ শিকার, ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮৬-তে থামল অস্ট্রেলিয়া
ICC ODI World Cup 2023: শনিবার এদিন দুটো ম্যাচ চলছে বিশ্বকাপে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নেমেছে অস্ট্রেলিয়া। সেমির দৌড়ে থাকতে হলে এই ম্যাচ জিততেই হবে স্মিথদের
আমদাবাদ: ওয়ান ডে বিশ্বকাপের (ODI World Cup 2023) অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে ইংল্যান্ডের (England Cricket) বিরুদ্ধে মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া (Australia Cricket)। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi Stadium) চলা এই ম্যাচে প্রথমে ব্য়াট করতে নেমে অস্ট্রেলিয়া ২৮৬ রানে অল আউট হয়ে গেল। ইংল্যান্ডের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে পুরো ৫০ ওভারও খেলতে পারল না অজিরা। অর্ধশতরানের ইনিংস খেললেন মার্নাস লাবুশেন। লড়াই করলেন স্মিথ, গ্রিন। ব্রিটিশ বোলারদের মধ্য একাই ৪ উইকেট নিলেন ওকস।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। নিজেরা সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার কাছে এখনও সেমিতে ওঠার সম্ভাবনা রয়েছে। ওপেনিংয়ে ফর্মে থাকা ওয়ার্নার ও হেড নেমেছিলেন। কিন্তু দুজনের কেউই রান পাননি। বাঁহাতি অজি ওপেনার ওয়ার্নার ১৫ ও হেড ১১ রান করেন। তবে দলের হাল ধরেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। এদিন ৪৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন স্মিথ। অর্ধশতরানের কাছে পৌঁছেও তা করতে ব্যর্থ হন প্রাক্তন অজি অধিনায়ক। অন্যদিকে লাবুশেন ৮৩ বলে ৭১ রানের ইনিংস খেলেন। মোট ৭টি বাউন্ডারি হাঁকান তিনি। এদিন গ্লেন ম্যাক্সওয়েল খেলেননি। চোটের জন্য তিনি একাদশের বাইরে ছিলেন। তাঁর বদলে দলে এসেছিলেন ক্যামেরন গ্রিন। তিনি গুরুত্বপূর্ণ ৪৭ রানের ইনিংস খেলেন। পাঁচটি বাউন্ডারি হাঁকান দীর্ঘকায় অজি অলরাউন্ডর। মার্কাস স্টোইনিস ৩৫ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে কামিন্সকে সঙ্গে দলের স্কোর বোর্ড টেনে নিয়ে যান জাম্পা। বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের সামনে চলতি বিশ্বকাপে ত্রাস হয়ে উঠেছেন। এদিন ব্যাট হাতেও নিজের দক্ষতার পরিচয় দেন অজি লেগি। ২৯ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দলের স্কোর তিনশোর কাছাকাছি পৌঁছে দেন জাম্পা।
অস্ট্রেলিয়া এদিন তাঁদের দলের ফরেম থাকা মিচেল মার্শকে ছাড়াও মাঠে নেমেছিল। মার্শ অস্ট্রেলিয়ায় ফিরে গিয়েছেন নিজের কিছু পারিবারিক ব্যক্তিগত কারণের জন্য। আবার ম্যাক্সওয়েলও খেলছেন না। ফলে কিছুটা ধাক্কা লেগেছিল শিবিরে। ইংল্যান্ড বোলারদের মধ্যে ওকস ৯.৩ ওভারে ৫৪ রান খরচ করে ৪ উইকেট নেন। মার্ক উড ১০ ওভারে ৭০ রান খরচ করে ২ উইকেট নেন। নিজের শেষ বিশ্বকাপ খেলছেন ডেভিড উইলি। তিনি ১০ ওভারে ৪৮ রান খরচ করে ১ উইকেট নেন।