এক্সপ্লোর
Advertisement
পোল্যান্ডকে ৩-০ উড়িয়ে নক-আউটের আশায় কলম্বিয়া
কাজান এরিনা: পোল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে গ্রুপ এইচ থেকে নক-আউটে যাওয়ার আশা জিইয়ে রাখল কলম্বিয়া। বিশ্বকাপে প্রথম গোল করে দলকে জেতালেন রাদামেল ফালকাও, ইয়েরি মিনা ও হুয়ান কুয়াদ্রাদো। দু’ম্যাচ খেলে লাতিন আমেরিকার দলটির পয়েন্ট ৩। এই গ্রুপের শীর্ষে থাকা দুই দল জাপান ও সেনেগালের পয়েন্ট এখন ৪। শেষ ম্যাচে ইতিমধ্যেই দু’ম্যাচ হেরে ছিটকে যাওয়া পোল্যান্ডের মুখোমুখি হবে জাপান। অন্যদিকে, সেনেগালের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবে কলম্বিয়া। ফলে এই গ্রুপ থেকে শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা তিনটি দলেরই আছে।
গতকাল এই গ্রুপের অন্য ম্যাচে সেনেগালের সঙ্গে ২-২ ড্র করে জাপান। এরপর এরপর পোল্যান্ডকে উড়িয়ে দেয় কলম্বিয়া। শেষ ষোলোয় যাওয়ার আশা বজায় রাখতে গেলে এই ম্যাচে জিততেই হত। দলের প্রয়োজনের সময় জ্বলে উঠলেন ফালকাওরা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement