এক্সপ্লোর
Advertisement
যুবরাজের সামনে নিজেকে ক্লাবস্তরের ব্যাটসম্যান মনে হচ্ছিল, বলছেন বিরাট
বার্মিংহাম: পাকিস্তানের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস খেলে দলের জয়ের রাস্তা পরিষ্কার করার জন্য অভিজ্ঞ অলরাউন্ডার যুবরাজ সিংহের প্রশংসায় পঞ্চমুখ ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেছেন, ‘যুবরাজ যেভাবে একের পর শট খেলছিল, তাতে ওর সামনে নিজেকে ক্লাবস্তরের ব্যাটসম্যান মনে হচ্ছিল। ৫০ রান পেরিয়ে যাওয়ার পরে আমি স্বাভাবিকভাবে খেলতে পারছিলাম না। যুবি ক্রিজে এসেই আমার উপর থেকে চাপ সরিয়ে দিল। লো ফুলটস বলে চার, ছয় মারা, এমনকী ইয়র্কার বলেও চার মারা শুধু ওর পক্ষেই সম্ভব। তার ফলেই প্রতিপক্ষ বোলাররা ছন্দ হারিয়ে ফেলে এবং আমি নিজের স্বাভাবিক অবস্থায় ফেরার সময়টা পেয়ে যাই। যুবরাজ আউট হয়ে যাওয়ার পর আমি রান বাড়ানোর দায়িত্ব নিই। তবে ওর ইনিংসটাই পার্থক্য গড়ে দিয়েছে।’
চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই দল অসাধারণ জয় পেলেও, ফিল্ডিং নিয়ে একেবারেই খুশি নন বিরাট। তাঁর মতে, ব্যাটিং ও বোলিংয়ে দলকে দশে নয় দেওয়া যায়। কিন্তু ফিল্ডিংয়ে ছয়ের বেশি নম্বর দেওয়া যাবে না। সেরা দলগুলির বিরুদ্ধে লড়াই করতে হলে ফিল্ডিংয়ে আরও উন্নতি করতে হবে। যুবরাজের পাশাপাশি শিখর ধবন, রোহিত শর্মা এবং শেষ ওভারে ঝোড়ো ব্যাটিং করা হার্দিক পাণ্ড্যরও প্রশংসা করেছেন বিরাট।
ম্যাচের সেরা যুবরাজ বলেছেন, ক্যাচ পড়ার পরে যেভাবে তিনি সুযোগ কাজে লাগাতে পেরেছেন, সেটার জন্য খুশি। তাঁর আশা, পাকিস্তানের বিরুদ্ধে এই জয়ের পর দল যে আত্মবিশ্বাস পেল, সেটা শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে কাজে লাগবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement