FIFA WC 2022: কোয়ার্টার ফাইনালে ব্রাজিল তারকার খেলা নিয়ে সংশয় প্রকাশ কোচ তিতের
Alex Sandro Injury: ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচে পেশিতে চোট পেয়ে ৮৬ মিনিটে মাঠ ছাড়েন স্যান্দ্রো। ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ব্রাজিলের হয়ে মাঠে নামেননি তিনি।
দোহা: প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচে কোরিয়া প্রজাতন্ত্রকে ৪-১ হারিয়ে শেষ আটে নিজেদের জায়গা পাকা করে ব্রাজিল (Brazil football team)। দলের প্রথম পছন্দের লেফটব্যাক অ্যালেক্স স্যান্দ্রোকে (Alex Sandro) ছাড়াই দুরন্ত জয় পায় সেলেসাওরা। সম্ভবত কোয়ার্টার ফাইনালেও স্যান্দ্রোকে ছাড়াই বাধ্য হয়ে মাঠে নামতে হবে ব্রাজিল দলকে। অন্তত দলের কোচ তিতের (Tite) ইঙ্গিত এমনই।
আপডেট গিলেন তিতে
ব্রাজিলের দ্বিতীয় গ্রুপ পর্বের ম্যাচে পেশিতে চোট পেয়ে ৮৬ মিনিটে মাঠ ছাড়েন স্যান্দ্রো। ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও ব্রাজিলের হয়ে মাঠে নামেননি তিনি। কোয়ার্টার ফাইনালেও তাঁর মাঠে নামার সম্ভাবনা কমই। কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে স্যান্দ্রো অনুশীলনে ফিরলেও তাঁর খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তিতে এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'যতদূর যা বোঝা যাচ্ছে, ও ক্রোয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচেও মাঠে নামতে পারবে না। ওর চোটটা (নেমার, দানিলোর গোড়ালির চোটের থেকে) ভিন্ন। ওকে এখনও সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে আরেকটু খাটতে হবে। আমাদের দলের মেডিক্যাল টিমের সঙ্গে আমায় কথা বলতে হবে।'
দানিলোর মন্তব্য
স্যান্দ্রো অনুপস্থিতিতে গত ম্যাচে সেলেসাওর হয়ে লেফটব্যাকের দায়িত্ব সামলেছিলেন দানিলো (Danilo)। স্যান্দ্রো যদি কোয়ার্টার ফাইনালের জন্য ফিট না হতে পারেন, তাহলে ফের একবার হয়তো দানিলোকেই লেফটব্যাকের ভূমিকায় দেখা যাবে। সেক্ষেত্রে দানিলোর বদলে এদের মিলিটাও রাইটব্যাকে খেলা চালিয়ে যাবেন। নিজের পরিচিত রাইটব্যাকে বদলে অপর প্রান্তে খেলতে হলেও তিনি তাতে স্বাচ্ছন্দ্যই বলে দাবি দানিলোর। তিনি বলেন, 'আশা করছি অ্যালেক্স স্যান্দ্রো যেন ম্যাচের আগে ফিট হয়ে যায়। তবে রক্ষণ বিভাগে আমি তিন পজিশনে খেলতেই স্বাচ্ছন্দ্য। আমার মনে হয় আমি খুব শীঘ্রই বেশি করে সেন্টার ব্যাকে খেলব। জুভেন্তাসে ওই ভূমিকায় খেলত আমার কোনও সমস্যায় নেই।'
রেকর্ড গড়ার হাতছানি
নেমার ইতিমধ্যেই চলতি বিশ্বকাপে গোল করে ফেলেছেন। কোয়ার্টার ফাইনালে তিনি যদি জোড়া গোল করতে পারেন, তাহলেই তিনি এক সর্বকালীন রেকর্ড গড়ে ফেলবেন। ৩০ বছর বয়সি নেমার ব্রাজিল জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ১২৩টি ম্যাচে ৭৬টি গোল করেছেন। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জোড়া গোল করলেই, পেলের ৭৭ গোলের রেকর্ড ভেঙে নেমারই সেলেসাওয়ের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন।
আরও পড়ুন: সবথেকে খারাপ কোচ ফান হাল! দি মারিয়ার সমালোচনার জবাব দিলেন ডাচ কোচ