Gabriel Jesus Injury: ক্যামেরুনের বিরুদ্ধে হাঁটুতে চোট, জেসুসের বিশ্বকাপ সফর কি শেষ?
Brazil Football Team: নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে ১-০ গোলে পরাজিত হয় ব্রাজিল। সেই ম্যাচেই জেসুস চোট পান বলে খবর।
দোহা: ক্যামেরুনের বিরুদ্ধে পরাজিত হলেও, বিশ্বকাপে (FIFA WC 2022) নিজেদের গ্রুপে শীর্ষে থেকেই নক আউটে পৌঁছেছে ব্রাজিল দল (Brazil Football Team)। গত দুই ম্যাচে চোটের কারণে মাঠে নামতে পারেননি নেমার। অবশ্য নক আউটে সেলেসাওয়ের হয়ে তাঁর মাঠে নামার সম্ভাবনা প্রবল। কিন্তু নেমারের মাঠে নামার সম্ভাবনার মাঝেই ফের আশঙ্কা ব্রাজিল শিবিরে। ফের চোটের কবলে আরেক তারকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
চোটের ধাক্কা
একাধিক রিপোর্ট অনুযায়ী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস (Gabriel Jesus) বিশ্বকাপ থেকেই ছিটকে গিয়েছেন। পাশাপাশি দলের লেফট ব্যাক অ্যালেক্স টেলেসেরও (Alex Telles) বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার কথা শোনা যাচ্ছে। উভয় তারকাই হাঁটুতে চোট পেয়েছেন বলে খবর। গতকাল ক্যামেরুনের বিরুদ্ধে ম্যাচে জেসুস ও টেলেস উভয়েই হাঁটুতে চোট পান। তাঁদের উভয়ের চোটেরই স্ক্যান করা হয় এবং রিপোর্ট অনুযায়ী দুইজনের কেউই বিশ্বকাপের বাকি ম্যাচগুলিতে খেলতে পারবেন না। টেলেস এবং জেসুসের ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকলেও আশা করা হচ্ছে কোরিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগে দানিলো এবং অ্যালেক সান্দ্রো, উভয় তারকাই ফিট হয়ে যাবেন।
প্রথম পরাজয়
পর্তুগালের বিরুদ্ধে তার কিছুক্ষণ আগেই জয় পেয়েছিল দক্ষিণ কোরিয়া (South Korea)। তখনও মাঠে নামেনি তিতের দল। অঘটনের বিশ্বকাপে আরও একটা অঘটন হবে? কিন্তু তেমনই হল। খাতায়-কলমে অনেকটাই দুর্বল। ধারে ভারেও পিছিয়ে থাকা ক্য়ামেরুনের বিরুদ্ধে গ্রুপ লিগে নিজেদের শেষ ম্যাচে হেরে গেল ব্রাজিল।
খেলার শুরুতে অনেকগুলো সুযোগ পেয়ে গিয়েছিল তিতের দল। বারবার ক্যামেরুনের বক্সে হানা দিচ্ছিলেন ব্রাজিলের ফুটবলাররা। জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে মাঠে নামলেও যেহেতু শেষ ষোলোর টিকিট আগেই পাকা হয়ে গিয়েছিল, তাই একাদশে একাধিক পরিবর্তন করেছিলেন তিতে। জেসুস, ফ্রেডদের বসিয়েই রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদের নিয়ে একাদশ গঠন করেছিলেন তিতে। কিন্তু গোলমুখ খুলতে পারলেন না ব্রাজিলের ফুটবলাররা। দক্ষিণ কোরিয়া যেমন ৯০ মিনিটের পর ইনজুরি টাইমে গোল করে শেষ ষোলাের টিকিট পাকা করেছিল দক্ষিণ কোরিয়া। এই ম্যাচেও ৯২ মিনিটের মাথায় ক্য়ামেরুনের ১০ নম্বর জার্সির আবুবাকার গোলে জয় নিশ্চিত করে ক্য়ামেরুন। বিশ্বকাপের মঞ্চে এই প্রথম আফ্রিকার কোনও দেশের বিরুদ্ধে হারল ব্রাজিল।
আরও পড়ুন: জ্বরে আক্রান্ত একাধিক তারকা, ম্যাচের আগে উদ্বেগ ডাচ শিবিরে