FIFA WC 2022: সেমিফাইনালে মাঠে নামার আগেই নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন মদ্রিচ
Argentina vs Croatia: আর্জেন্তিনার-ক্রোয়েশিয়ার ম্যাচে দুই 'এলএম১০' লুকা মদ্রিচ বনাম লিওনেল মেসির লড়াই দেখার মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব।
দোহা: আর্জেন্তিনার বিরুদ্ধে বিশ্বকাপের (FIFA WC 2022) প্রথম সেমিফাইনালে মাঠে নামছে ক্রোয়েশিয়া (Argentina vs Croatia)। ম্যাচে দুই 'এলএম১০' লুকা মদ্রিচ (Luka Modric) বনাম লিওনেল মেসির লড়াই দেখার মুখিয়ে রয়েছে গোটা বিশ্ব। সম্ভবত দুই মহাতারকাই নিজেদের শেষ বিশ্বকাপে অংশগ্রহণ করছেন। স্বাভাবিকভাবেই তাঁর ফুটবল ভবিষ্যৎ নিয়েও রয়েছে প্রশ্ন। সেমিফাইনাল ম্যাচের আগের আগেই ৩৭ বছরের লুকা মদ্রিচ নিজের অবসর প্রসঙ্গে মুখ খুললেন।
মদ্রিচের অবসর
ক্রোয়েশিয়া অধিনায়ক মদ্রিচ নিজের অবসর প্রসঙ্গে সুস্পষ্টভাবে কোনও দিনক্ষণ না জানালেও তিনি রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতেই অবসর নিতে চান বলে জানান। তিনি বলেন, 'বর্তমানে আমি ক্রোয়েশিয়ার হয়ে বিশ্বকাপে জিততে আগ্রহী। সেই দিকেই আমার নজর রয়েছে। এরপর কী হবে, সেটা না হয় সময় বলবে। তবে হ্যাঁ, আমি মাদ্রিদেই অবসর নিতে চাই। এর আগেও বহুবার এই কথা বলেছি। নিশ্চিতভাবে কোনওকিছুই বলা সম্ভব নয়, তবে এটা আমার ইচ্ছা এবং স্বপ্নও বটে।'
সেমিফাইনালের প্রতিপক্ষ আর্জেন্তিনার বিরুদ্ধে মাঠে নামার আগে কিন্তু মদ্রিচের গলায় আত্মবিশ্বাস ঝড়ে পড়ছে। 'আমরা আশাবাদী যে সবকিছু ঠিকঠাকই হবে। এতদূর পর্যন্ত পৌঁছনো একেবারেই সহজ নয়। আমরা প্রচুর ম্যাচ খেলেছি এবং বেশ কিছু ম্যাচ হেরেওছি। তবে সব মিলিয়ে বলতে গেলে আমরা কিন্তু রাশিয়া বিশ্বকাপের পর থেকে বেশ ভালই খেলেছি। আমরা আগের বার বিশ্বকাপ জিততে পারলে ভালই হত। তবে এবারে বিশ্বকাপ জিততে বদ্ধপরিকর এবং যে কোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে গোটা দলই তৈরি।' দাবি ক্রোয়েশিয়া অধিনায়ক মদ্রিচের।
দি পলের শপথ
কোয়ার্টার ফাইনালে তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু উদ্বেগ কাটিয়ে মাঠে নেমেছিলেন। সেমিফাইনালেও দলের অন্যতম প্রধান ভরসা রদ্রিগো দি পল (Rodrigo De Paul)। আর্জেন্তিনার মাঝমাঠের সাফল্য-ব্যর্থতা অনেকটাই নির্ভর করছে তাঁর ওপর।
সেই রদ্রিগো দি পল সেমিফাইনালের আগে শপথ নিলেন, মাঠে নিজেদের সর্বস্ব নিংড়ে দেবেন। সোশ্যাল মিডিয়ায় দি পল লিখেছেন, 'সমর্থকদের জন্য, দেশের জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ব। সবাই এককাট্টা হয়ে'। দি পলের বার্তা সকলের মন জিতে নিয়েছে। আর্জেন্তিনার সমর্থকরা বলছেন, দল উত্তেজনায় ফুটছে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এই আত্মবিশ্বাস কাজে দেবে।
আরও পড়ুন: শাকিবদের আর্জেন্তিনার ম্যাচ দেখায় নিষেধাজ্ঞা, কিন্তু কেন?