FIFA WC 2022: মেসির 'দুর্বলতা'কে কাজে লাগিয়েই কোয়ার্টার ফাইনালে জয়ের ছক কষছেন ডাচ কোচ ফান হাল
Argentina vs Netherlands: বিশ্বকাপে ষষ্ঠবার একে অপরের মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও আর্জেন্তিনা। বিগত দুই ম্যাচই নির্ধারিত সময়ে গোলশূন্য শেষ হয়েছিল। অবশ্য শেষবার সেমিফাইনালে পেনাল্টিতে জয় পান মেসিরা।

দোহা: সম্ভবত নিজের শেষ বিশ্বকাপে দলের হয়ে খেতাব জিততে মরিয়া লিওনেল মেসি (Lionel Messi)। আর্জেন্তাইন তারকা নিজেও দুরন্ত ছন্দে রয়েছেন। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই তিনটি গোল করে ফেলছেন 'এলএম১০'। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও প্রি-কোয়ার্টার ফাইনালে গোল পেয়েছেন তিনি। এটাই বিশ্বকাপের নক আউটে আর্জেন্তাইন অধিনায়কের প্রথম গোল। অজিবধের পর এবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের মুখোমুখি আর্জেন্তিনা (Argentina vs Netherlands)। মেগা ম্যাচের আগে প্রতিশোধের হুঙ্কার ডাচ কোচের।
এ বারের মতো ২০১৪ সালের বিশ্বকাপেও ডাচ দলের দায়িত্বে ছিলেন লুই ফান হাল (Louis Van Gaal)। আট বছর আগে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। গোলশূন্য ম্যাচের পর পেনাল্টিতে নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করেছিল মেসির আর্জেন্তিনা। সেই পরাজয়ের ক্ষত ফান হালের মনে এখনও তাজা। আসন্ন কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই আট বছর আগের হারের বদলা নিতে আগ্রহী তিনি। এমনকী দলের কিংবদন্তি ফুটবলার মেসির দুর্বলতাও চিহ্নিত করে ফেলেছেন ফান হাল।
ফান হালের পরিকল্পনা
সাংবাদিক সম্মেলনে ডাচ কোচ বলেন, 'মেসির মতো গোলের সুযোগ তৈরি করার ক্ষমতা আর কারও নেই। ও নিজে তো গোল করেই, এছাড়াও দলের বাকিদের জন্যও প্রচুর গোলের সুযোগ তৈরি করে। তবে ওরা যখন বল হারিয়ে ফেলে, যখন ওদের পায়ে বল থাকে না, তখন কিন্তু মেসি দলের খেলায় কার্যত অংশগ্রহণই করে না। আমাদের এটাই কাজে লাগাতে হবে। এটা আমাদের জন্য একটা বড় সুযোগ তৈরি করতে পারে।' তবে মেসিকে ঠিক কী ভাবে তিনি আটকানো ছক কষেছেন, সেই বিষয়ে কিন্তু ফান হাল একেবারে আগেভাহে কিছু জানাতে আগ্রহী নন। তিনি বলেন, 'শুক্রবারই তোমরা সকলে সবটা দেখতে পাবে। আগেভাগে আমি তোমাদের কিছুই জানাব না।'
সর্বসেরা মেসি
ডাচ অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইক (Virgil Van Dijk) কিন্তু আবার মেসিকে সর্বসেরা খেলোয়াড় বললেও, তাঁকে আলাদাভাবে গুরুত্ব দেওয়ার দিচ্ছেন না। 'আমরা এই কোচের অধীনে যে কোনও দলের বিরুদ্ধেই লড়াই করতে সক্ষম এবং অতীতে এটা বহুবার প্রমাণও করেছি। ওঁ (মেসি) বিশ্বের সর্বকালের অন্য়তম সেরা ফুটবলার। ওঁর বিরুদ্ধে খেলতে পারাটাই আমার কাছে দারুণ সৌভাগ্যের। তবে লড়াই আমার আর ওঁর নয়, বা নেদারল্যান্ডসের বিরুদ্ধে একা ওঁর নয়। ম্যাচটা আর্জেন্তিনার বিরুদ্ধে নেদারল্যান্ডসের। ওদের দলে আরও বহু বিশ্বমানের খেলোয়াড় রয়েছেন যারা মুহূর্তে ম্যাচে তফাৎ গড়ে দিতে পারেন।' মত ভ্যান ডাইকের।
আরও পড়ুন: আমার বিশ্বকাপ জয়ের স্বপ্নে এমবাপে বাঁধা হয়ে দাঁড়াবে না, হুঙ্কার ইংরেজ ডিফেন্ডারের
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
