Argentina XI Announced: দি মারিয়া বেঞ্চেই, সেমিফাইনালে কারা খেলবেন, জানিয়ে দিলেন আর্জেন্তিনার কোচ
Argentina vs Croatia: সূত্রের খবর, দি মারিয়ার চোট সম্পূর্ণ সেরে গিয়েছে। তাঁর উরুতে আর কোনও অস্বস্তি নেই। তবু তাঁকে পরিবর্ত হিসাবে কাজে লাগাতে চান স্কালোনি। ৪-৪-২ ফর্মেশনে দল সাজাচ্ছে আর্জেন্তিনা।
![Argentina XI Announced: দি মারিয়া বেঞ্চেই, সেমিফাইনালে কারা খেলবেন, জানিয়ে দিলেন আর্জেন্তিনার কোচ Fifa World Cup 2022: Lionel Scaloni announces team to start against Croatia in semifinal at Lusail Stadium Argentina XI Announced: দি মারিয়া বেঞ্চেই, সেমিফাইনালে কারা খেলবেন, জানিয়ে দিলেন আর্জেন্তিনার কোচ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/13/e075cb5166f6e222e9b2d43b040a29b4167095151062350_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
দোহা: জল্পনা শেষ। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কারা খেলবেন আর্জেন্তিনার (Argentina vs Croatia) প্রথম একাদশে, ঘোষণা করে দিলেন কোচ লিওনেল স্কালোনি (Lionel Scaloni)।
আর্জেন্তিনার প্রথম সারির সংবাদপত্র ক্ল্যারিনের খবর অনুযায়ী, লুকা মদ্রিচদের বিরুদ্ধে ম্যাচে শুরু থেকে খেলবেন না অ্যাঙ্খেল দি মারিয়া। তাঁকে পরিবর্ত হিসাবেই ভাবা হয়েছে। প্রথম দলে ফিরছেন লিয়ান্দ্রো পারেদেস। সৌদি আরবের বিরুদ্ধে যিনি শুরু থেকে খেলেছিলেন। কিন্তু সেই ম্যাচে বিস্ময়কর পরাজয়ের পর আর শুরু থেকে খেলেননি পারেদেস। নেমেছেন পরিবর্ত হিসাবে।
সূত্রের খবর, দি মারিয়ার চোট সম্পূর্ণ সেরে গিয়েছে। তাঁর উরুতে আর কোনও অস্বস্তি নেই। তবু তাঁকে পরিবর্ত হিসাবে কাজে লাগাতে চান স্কালোনি। সম্ভবত ৪-৪-২ ফর্মেশনে দল সাজাচ্ছে আর্জেন্তিনা। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। চার ডিফেন্ডার নাহুয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকালোস ওতামেন্দি ও নিকোলাস ত্যাগলিয়াফিকো। মাঝমাঝে রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস ও ম্যাক অ্যালিস্টার। দুই ফরওয়ার্ড লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।
কেন ৪-৪-২ ফর্মেশনে ফেরার ভাবনা?
আর্জেন্তিনা চায় ক্রোটদের মাঝমাঠের লড়াইয়ে হারাতে। মদ্রিচ, মার্সেলো ব্রোজোভিচ ও মাতেও কোভাসিচ ত্রয়ীকে সামলাতেই মাঝমাঠে জোর দিচ্ছেন স্কালোনি।
দি পলের শপথ
কোয়ার্টার ফাইনালে তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। কিন্তু উদ্বেগ কাটিয়ে মাঠে নেমেছিলেন। সেমিফাইনালেও দলের অন্যতম প্রধান ভরসা রদ্রিগো দি পল (Rodrigo De Paul)। আর্জেন্তিনার মাঝমাঠের সাফল্য-ব্যর্থতা অনেকটাই নির্ভর করছে তাঁর ওপর।
সেই রদ্রিগো দি পল সেমিফাইনালের আগে শপথ নিলেন, মাঠে নিজেদের সর্বস্ব নিংড়ে দেবেন। সোশ্যাল মিডিয়ায় দি পল লিখেছেন, 'সমর্থকদের জন্য, দেশের জন্য সর্বস্ব দিয়ে ঝাঁপিয়ে পড়ব। সবাই এককাট্টা হয়ে'। দি পলের বার্তা সকলের মন জিতে নিয়েছে। আর্জেন্তিনার সমর্থকরা বলছেন, দল উত্তেজনায় ফুটছে। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এই আত্মবিশ্বাস কাজে দেবে।
বিশ্বকাপের সেমিফাইনালে কখনও হারেনি আর্জেন্তিনা। সৌদি আরবের বিরুদ্ধে হার দিয়ে শুরু করেছিল এবারের অভিযান। কিন্তু তারপর থেকেই ঘুরে দাঁড়িয়েছেন লিওনেল মেসিরা। নেদারল্যান্ডসকে হারিয়ে উঠে এসেছে সেমিফাইনালে। সেই জয়ের পর রদ্রিগো দি পল সোশ্যাল মিডিয়ায় সেলিব্রেশনের একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। তারপরই দি পলের অঙ্গীকার। যা আশাবাদী করে তুলছে সমর্থকদের।
আরও পড়ুন: শাকিবদের আর্জেন্তিনার ম্যাচ দেখায় নিষেধাজ্ঞা, কিন্তু কেন?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)