Pele: প্রতিশ্রুতি রক্ষা করো, হাসপাতাল থেকে নেমারদের উৎসাহ দিলেন পেলে
Fifa World Cup: কোরিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে নামছে ব্রাজিল। আর সেই ম্যাচের কয়েক ঘণ্টা আগে নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রদের জন্য শুভেচ্ছাবার্তা পাঠালেন ফুটবলের সম্রাট!
দোহা: তাঁর অসুস্থতা নিয়ে সারা বিশ্বে জল্পনা চলছে। এমনকী, ব্রাজিলের প্রথম সারির সংবাদপত্রে দাবি করা হয়েছে, কেমোথেরাপিতে সাড়া দিচ্ছেন না। মৃত্যুশয্যায় কিংবদন্তি পেলে (Pele)।
কাতার বিশ্বকাপে সোমবার ভারতীয় সময় মধ্যরাতে কোরিয়া প্রজাতন্ত্রের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে নামছে ব্রাজিল। আর সেই ম্যাচের কয়েক ঘণ্টা আগে নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রদের জন্য শুভেচ্ছাবার্তা পাঠালেন ফুটবলের সম্রাট!
সোশ্যাল মিডিয়ায় নেমার, রিচার্লিসনদের উৎসাহ দিয়েছেন পেলে। নিজের একটা বহু পুরনো ছবি শেয়ার করেছেন পেলে। যে ছবিতে দেখা যাচ্ছে, বাবার সঙ্গে রাস্তায় হাঁটছেন কিশোর পেলে। সেই ছবি দিয়ে পেলে লিখেছেন, '১৯৫৮ সালে সুইডেনের রাস্তায় আমি হেঁটেছিলাম এটা ভাবতে ভাবতে যে, বাবাকে দেওয়া প্রতিশ্রুতি আমি পূরণ করতে পারব কি না। আমি জানি জাতীয় দলের অনেকেই এরকম অঙ্গীকার করেছে আর প্রথমবার বিশ্বকাপর জেতার স্বাদ পেতে চায়। বন্ধুরা, আমি তোমাদের প্রেরণা দিতে চাই। আমি হাসপাতালে বসে তোমাদের ম্যাচ দেখব। তোমাদের প্রত্যেককে সমর্থন করব। আমাদের চলার রাস্তা আজ এক। শুভেচ্ছা রইল ব্রাজিল'।
সোমবারই পেলের কন্যা ফ্লাভিয়া নাসিমেন্তো জানিয়েছেন, তাঁর বাবার শারীরিক অবস্থা নিয়ে জল্পনা একেবারেই অবান্তর। তারপরই কিংবদন্তির শুভেচ্ছাবার্তা দেখে আশ্বস্ত গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা।
ব্রাজিলের পরীক্ষা
কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় আজ মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও কোরিয়া প্রজাতন্ত্র। আর এই ম্যাচের আগেই ব্রাজিল ফুটবল সমর্থকদের জন্য সুখবর। প্রি-কোয়ার্টার ফাইনালে আজকের ম্যাচে মাঠে নামতে পারেন নেমার। দলের পক্ষ থেকে ব্রাজিল কোচ তিতে জানিয়েছেন যে, নেমার পুরোপুরি ফিট রয়েছেন। এমনকী অনুশীলনও করছেন তিনি। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে সার্বিয়ার সঙ্গে খেলার সময়ই ডান পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন নেমার। এরপর টানা ২ ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে সূত্রের খবর, নেমার এখন পুরো ফিট। তিনি হয়ত আজকের ম্যাচেও একাদশে থাকবেন।
ব্রাজিল তাদের গ্রুপ পর্বে শীর্ষে থেকে খুব সহজেই নক আউটে জায়গা করে নিয়েছিল। যদিও ক্যামেরুনের বিরুদ্ধে শেষ ম্যাচে তিতের দলকে হারতে হয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে একেবারে পূর্ণ শক্তির দল নিয়েই নামতে চাইছেন তিতে। তিনি বলছেন, ''আমার দলের সেরা প্লেয়ারটিকে আমি ম্যাচের শুরু থেকেই ব্য়বহার করতে চাইব।''
পাওলো বেন্তোর কোচিংয়ে কোরিয়া প্রজাতন্ত্রও চাইবে রাউন্ড অফ সিক্সটিনের বাধা টপকাতে। ২০০২ সালে শেষবার সেমিফাইনাল খেলেছিল তারা। এরপর থেকে একবারও নক আউটে পৌঁছেয়নি এই দল। ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল কোরিয়া প্রজাতন্ত্র।
আরও পড়ুন: কুম্বলেকে পেরলেন, ক্রিকেটে নতুন উচ্চতা স্পর্শ অ্যান্ডারসনের