Indian Football: কিংবদন্তি মনোরঞ্জনকে ছাঁটাই, এআইএফএফের টেকনিক্যাল কমিটিতে ডাক পেলেন বাইচুং
AIFF Technical Committee: যার কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও নেই। বিহারের প্রাক্তন এই ফুটবলারকে আগামী ২০২৬ পর্যন্ত কমিটিতে থাকার জন্য আবেদনপত্র পাঠানো হয়েছে৷
নয়াদিল্লি: অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (All India Football Federation) কমিটি থেকে সরিয়ে দেওয়া হল মনোরঞ্জন ভট্টাচার্যকে। লাল হলুদের কিংবদন্তি এই ডিফেন্ডার দেশের জার্সিতেও প্রচুর ম্যাচ খেলেছেন। এরপরও কেন তাঁকে সরিয়ে দেওয়া হল তার কারণ জানা যায়নি। অন্যদিকে মনোরঞ্জনের বদলে কমিটিতে স্থান পেয়েছেন অনামী সন্তোষ সিহ। যার কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতাও নেই। বিহারের প্রাক্তন এই ফুটবলারকে আগামী ২০২৬ পর্যন্ত কমিটিতে থাকার জন্য আবেদনপত্র পাঠানো হয়েছে৷ বিহারের হয়ে সন্তোষ ট্রফিতে প্রতিনিধিত্ব করেছিলেন এই প্রাক্তন ফুটবলার। এছাড়াও আন্তঃরাজ্য পর্যায়ে কোচিংও করেছেন সন্তোষ সিংহ।
এদিকে কমিটি থেকে আমন্ত্রণ পেয়েছেন বাইচুং ভুটিয়াও। এর আগে ২০১৩-২০১৭ পর্যন্ত ফেডারেশনের টেকনিক্যাল কমিটির প্রধানের দায়িত্ব সামলেছিলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এরপর ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত সেই দায়িত্ব সামলেছিলেন দেশের বর্ষীয়ান প্রাক্তন ফুটবলার শ্যাম থাপা। এই পদে দায়িত্ব সামলাচ্ছেন বর্তমানে আরেক প্রাক্তন ফুটবলার আই এম বিজয়ন।
উল্লেখ্য, ২০২৪-২৫ মরশুমের জন্য ভারতীয় ফুটবলের (Indian Football) সূচি ঘোষণা করল এআইএফএফ। আগামী জুলাই থেকেই শুরু হতে চলেছে সুনীলদের নতুন মরশুম। ডুরান্ড কাপ (Durand Cup) দিয়ে শুরু হবে আসন্ন মরশুমের ভারতীয় ফুটবলের পথ চলা। আগামী ২৬ জুলাই থেকে শুরু হওয়ার কথা ডুরান্ড কাপের। শেষ হওয়ার কথা ৩১ আগস্ট। আই লিগ ৩ শুরু হবে আগামী ১ অগাস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। ফেডারেশনের যুব লিগগুলো চলবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে আগামী বছর মে পর্যন্ত। আইএসএল শুরু হবে চলতি বছর ১৪ সেপ্টেম্বর, চলবে আগামী বছর ৩০ এপ্রিল পর্যন্ত। আই লিগ অক্টোবরের ১৯ তারিখ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। এছাড়া মহিলা ফুটবলের সূচি ও সুপার কাপের সূচি রয়েছে। আইএসএলের সঙ্গে একই সময় চলবে আই লিগ ও মহিলা ফুটবল লিগগুলো।
২০২৪-২৫ মরশুমের জন্য আই লিগ শুরু হবে আইএসএলের সঙ্গেই। ১৯ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা টুর্নামেন্টের। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ইন্ডিয়ান উইমেন্স লিগ চলবে ৬ মাস ধরে। ২৫ অক্টোবর থেকে শুরু হবে টুর্নামেন্ট। আগামী বছর ৩০ এপ্রিল পর্যন্ত হওয়ার কথা টুর্নামেন্টের। সন্তোষ ট্রফির গ্রুপ পর্বের খেলা শুরু হবে আগামী ৫ নভেম্বর থেকে। চলবে ১৫ নভেম্বর পর্য়ন্ত। টুর্নামেন্টের ফাইনাল রাউন্ডের খেলা শুরু হবে ১ ডিসেম্বর থেকে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।