ISL 2024: বাংলাদেশের ক্লাবে সাফল্য মিলেছে, লাল হলুদে যোগ দিয়েই নিজের লক্ষ্যস্থির করে ফেললেন ব্রুনোজ
East Bengal Coach: বসুন্ধরা কিংসকে ১১৪ ম্যাচে ৯৪টি জয় এনে দিয়েছেন তিনি। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত তিনি মাত্র সাতটি ম্যাচে হেরেছেন এবং ১৩টি-তে ড্র করেছেন।
কলকাতা: স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোনকে (Oscar Bruzon) তাদের নতুন কোচ হিসেবে নিযুক্ত করেছে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC)। বাংলাদেশের বসুন্ধরা কিংসকে সে দেশের অনেক শিরোপা এনে দেওয়ার পাশাপাশি তিনি অতীতে ভারতের স্পোর্টিং ক্লুব দ্য গোয়া, মুম্বই সিটি এফসি এবং মুম্বই এফসির সাথেও কাজ করেছেন।
ব্রুজোনকে স্বাগত জানিয়ে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি এশিয়ায় অসাধারণ সাফল্য অর্জন করেছেন। বসুন্ধরা কিংসের সাথে তাঁর সাফল্য অত্যন্ত প্রশংসনীয় এবং এএফসি প্রতিযোগিতায় তাঁর অভিজ্ঞতা তাঁকে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার জন্য আদর্শ ব্যক্তি করে তুলেছে। পাশাপাশি, তিনি ইতিমধ্যে ভারতীয় ফুটবল সার্কিটের সাথেও পরিচিত। কারণ, তিনি স্পোর্টিং ক্লুব দ্য গোয়া এবং মুম্বই সিটি এফসির সঙ্গে কাজ করেছেন।
ইস্টবেঙ্গল এফসি-তে যোগদান করে খুশি ব্রুজোন ক্লাব মিডিয়াকে বলেন, ''ইস্টবেঙ্গলকে প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পেয়ে আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং এই ক্লাবের লক্ষ্য সম্পর্কে আমি সম্পূর্ণ সচেতন। এর মতো এক ঐতিহাসিক ক্লাবের দায়িত্ব নেওয়া এক বিশাল সম্মান এবং চ্যালেঞ্জের।''
এএফসি প্রতিযোগিতা নিয়ে তার উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ করে ব্রুজোন বলেন, ''আমি আত্মবিশ্বাসী যে আমরা কেবল আইএসএল-এ নয়, এএফসি চ্যালেঞ্জ লিগেও সফল যাত্রা শুরু করতে চলেছি। ভারতীয় ঘরোয়া মরশুমের মধ্যেই আমরা সেরা এবং উপযুক্ত প্রশিক্ষণ ও কৌশল প্রয়োগের জন্য কাজ করব, যাতে আমাদের খেলোয়াড়রা তাদের সেরা ফর্মে পৌঁছতে পারে এবং জেতার মানসিকতা তৈরি করতে পারে।''
ব্রুজোন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল কোচ। বসুন্ধরা কিংসকে ১১৪ ম্যাচে ৯৪টি জয় এনে দিয়েছেন তিনি। ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত তিনি মাত্র সাতটি ম্যাচে হেরেছেন এবং ১৩টি-তে ড্র করেছেন। ব্রুজোনের অধীনে বসুন্ধরা কিংস পাঁচ বার বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তিনবার করে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ শিরোপা জিতেছে। এছাড়াও, ব্রুজোনের কোচিংয়ে বসুন্ধরা কিংস ১১৪ ম্যাচে ২৭৭ গোল করেছে এবং মাত্র ৮০টি গোল হজম করেছে। ২০২১ সালে তাঁকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ করা হয়েছিল।
এএফসি-র টুর্নামেন্টেও একটি দুর্দান্ত রেকর্ড রয়েছে ব্রুজোনের। মলদ্বীপের নিউ রেডিয়েন্ট এফসি এবং বসুন্ধরা কিংসের হয়ে ১৯টি এএফসি কাপ ম্যাচের মধ্যে ১১টিতেই দলকে জিতিয়েছেন তিনি এবং ৩৬ পয়েন্ট অর্জন করেছেন। গত মরশুমে এএফসি কাপে দু'টি আইএসএল ক্লাবকে পরাজিত করে তাঁর দল। তবে অল্পের জন্য নকআউট পর্বে পৌঁছতে পারেনি তারা। তথ্য সংগ্রহ: আইএসএল মিডিয়া