Germany Japan Match : ৪৪ বছরে প্রথমবার ! '৭৮-র বিশ্বকাপের পর প্রথম, প্রথমার্ধে এগিয়ে থেকেও হারল জার্মানরা
FIFA World Cup 2022 : উল্টোদিকে বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার পিছিয়ে গিয়েও কোনও ম্যাচে বের করে নিতে সমর্থ হল জাপান। তাও আবার জার্মানির বিরুদ্ধে!
দোহা : মঙ্গলে আর্জেন্তিনা, বুধে জার্মানি। কাতার বিশ্বকাপ কি অঘটনের বিশ্বকাপের তকমা পেতে চলেছে ? এখনই সেই উত্তর দেওয়ার সময় না এলেও বিশ্ব ফুটবলে আপাতত আলোচনার বিষয়বস্তু চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির হার। প্রথমার্ধে এগিয়ে থেকেও হারতে হয়েছে তাদের। আর্জেন্তিনার মতোই এশিয় প্রতিপক্ষের কাছেই। জাপানের কাছে হারের জেরে ৪৪ বছর পর এই প্রথমবার বিশ্বকাপের মঞ্চে কোনও ম্যাচে এগিয়ে থেকেও হার মানতে হল জার্মানদের। আর উল্টোদিকে বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার পিছিয়ে গিয়েও কোনও ম্যাচে বের করে নিতে সমর্থ হল জাপান। তাও আবার জার্মানির বিরুদ্ধে!
৪৪ বছরে প্রথমবার - ১৯৭৮ সালে শেষবার বিশ্বকাপের কোনও ম্যাচে প্রথমার্ধে এগিয়ে গিয়ে হার মানতে হয়েছিল জার্মানিকে। সেবার তাদের ২-৩ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রিয়া। যে ম্যাচের আগে ২১ ম্যাচে অপরাজিত হয়েই খেলতে নেমেছিল জার্মানরা। এই নিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপে তাঁদের উদ্বোধনী ম্যাচে হারল জার্মানি। যদিও তাঁর আগে আঠারো নম্বর বিশ্বকাপে খেলতে নেমে প্রথমবারই বিশ্বমঞ্চের প্রথম ম্যাচে হেরেছিল তারা। যার আগে বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৩টিতেই জিতেছিল জার্মানি। ড্র করেছিল ৪টিতে।
পিছিয়ে পড়েও প্রথম জয় জাপানীদের : বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার কোনও ম্যাচে পিছিয়ে পড়েও জয় ছিনিয়ে নিল জাপান। এর আগে ১৩ বার পিছিয়ে গিয়ে মাত্র দুবার ম্যাচ বাঁচাতে সক্ষম হয়েছিল জাপানীরা। বাকি ১১ টি ম্যাচেই হার মেনেছিল তারা। বিশ্বকাপের কোনও ম্যাচে শুধু পিছিয়ে পড়েই জয় ছিনিয়ে নেওয়াই নয়, জার্মানিকেও এই প্রথমবার হারাল তাঁরা। এর আগে দুটো ম্যাচের একটিতে হেরেছিল তারা। একটি ম্যাচ অবশ্য ড্র রেখেছিল। পাশাপাশি বিশ্বকাপের মঞ্চে জাপানই প্রথম কোনও দেশ, যাদের পরিবর্ত হিসেবে তারা দুই ফুটবলার গোল করলেন জার্মানির বিরুদ্ধে।
পেনাল্টিতে ক্ষুরধার জার্মান : শুটআউট ধরলে বিশ্বকাপের মঞ্চে ২১ টি সুযোগের মধ্যে পেনাল্টি স্পট থেকে ২০টিই গোলে পরিবর্তিত করেছেন জার্মানরা। শুধুমাত্র ২০১০ সালে সার্বিয়ার বিরুদ্ধে গোল করতে ব্যর্থ হয়েছিলেন পেনাল্টি থেকে। পাশাপাশি ইকে গুন্দোয়ানের জার্মানির হয়ে শেষ ছটি গোলের মধ্যে ৫টিই এসেছে পেনাল্টি থেকে। এদিকে এদিনই জার্মানির হয়ে বিশ্বকাপের মঞ্চে কনিষ্ঠতম ফুটবলার হিসেবে অভিষেক হল ইউসুফা মৌকোকোর (১৮ বছর ৩ দিন)। ২০০২ বিশ্বকাপে নাইজেরিয়ার হয়ে ফেমি ওপাবুমনির (১৭ বছর ১০১ দিন) বিশ্বকাপের মঞ্চে কনিষ্ঠতম ফুটবলার হিসেবেও অভিষেক হল তাঁর।
আরও পড়ুন- জার্মানিকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে বিরাট অঘটন জাপানের