Cristiano Ronaldo: কাতার বিশ্বকাপই হবে সেরা, সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান রোনাল্ডো
FIFA World Cup 2022: বিশ্বকাপ শুরুর আগে আত্মবিশ্বাসে ফুটছেন সিআরসেভেন। তাঁর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ভবিষ্যৎ নিয়ে তুমুল বিতর্ক। রোনাল্ডো নিজে অবশ্য পুরোপুরি মনোনিবেশ করতে চান বিশ্বকাপে।
দোহা: তাঁরও সম্ভবত শেষ বিশ্বকাপ (FIFA World Cup)। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে তাঁর প্রবল দুই প্রতিদ্বন্দ্বী, লিওনেল মেসি (Lionel Messi) ও নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের (Neymar Jr.) মতো। কাতার বিশ্বকাপে তাই নজরে থাকবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পর্তুগালের সর্বকালের সেরা ফুটবলার হিসাবে যাঁকে দেখেন অনেকে। এগিয়ে রাখেন, এমনকী কিংবদন্তি ইউসেবিওর চেয়েও।
বিশ্বকাপ শুরুর আগে আত্মবিশ্বাসে ফুটছেন সিআরসেভেন। তাঁর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ভবিষ্যৎ নিয়ে তুমুল বিতর্ক। ক্লাবের সঙ্গে রীতিমতো সংঘাতের পরিস্থিতি। রোনাল্ডো নিজে অবশ্য পুরোপুরি মনোনিবেশ করতে চান বিশ্বকাপে। ফিফার ওয়েবসাইটে পর্তুগালের মহাতারকা বলেছেন, সেরা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে কাতার। প্রস্তুতি দেখে খুশি তিনি। দেশের হয়ে সেরা ফুটবল খেলে তিনি পর্তুগালের সমর্থকদের মুখে হাসি ফোটাতে চান বলেও জানিয়েছেন রোনাল্ডো।
View this post on Instagram
রোনাল্ডোর মতে, কাতারে এমন কিছু বিষয় অপেক্ষা করে রয়েছে যে কারণে পর্তুগাল তাদের সেরা ফুটবল খেলবে। বিশেষ করে তাঁর সতীর্থরা নিজেদের সেরাটা তুলে ধরতে মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন রোনাল্ডো। এই প্রথম শীতে আয়োজিত হবে ফুটবল বিশ্বকাপ। সেটা নিয়েও উচ্ছ্বসিত রোনাল্ডো।
এদিকে, হঠাৎই তিনি ট্রেনিং করেননি। বাদ পড়েছেন নাইজিরিয়া ম্যাচেও (Portugal vs Nigeria Friendly Match)। কাতার বিশ্বকাপে নামার আগে শেষ ফ্রেন্ডলি ম্যাচের দলে নেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। জানা যাচ্ছে, আচমকা অসুস্থ হয়ে পড়েছেন সিআরসেভেন। পর্তুগালের কোচ ফের্নান্দো স্যান্তোস (Fernando Santos) জানিয়েছেন, আচমকা পেটের সমস্যায় কাবু রোনাল্ডো।
তাই বুধবার জাতীয় দলের ট্রেনিং ও ভারতীয় সময় বৃহস্পতিবার রাতের নাইজিরিয়ারর বিরুদ্ধে প্রীতি ম্যাচে পাওয়া যাবে না তাঁকে। পর্তুগালের কোচের কথায়, পেটের সমস্যায় শরীর যেহেতু দুর্বল হয়ে যাওয়া ও শরীর থেকে অনেক লিকুইড বেরিয়ে যায়। তাই বৃহস্পতিবারের ম্যাচের দলে রাখা হয়নি রোনাল্ডোকে।
আরও পড়ুন: সরফরাজ এত রান করেও ব্রাত্য, সুযোগ না পেলে ভেঙে পড়ি না, বলছেন জয়ের নায়ক অনুষ্টুপ