FIFA World Cup 2022: জার্মানিকে হারিয়ে ড্রেসিংরুম পরিষ্কার করলেন জাপানের ফুটবলাররা, জিতে নিলেন মন
Germany vs Japan: ম্যাচ জিতে স্টেডিয়াম ছেড়ে বেরনোর আগে নিজেদের চেঞ্জরুম সাফাই করে গেলেন রিৎসু দোয়ান ও তাকুমা আসানোরা। এতই পরিপাটি করে লকার রুম গুছিয়ে গেলেন তাঁরা যে, মুগ্ধ ফিফাও।
দোহা: জার্মানির বিরুদ্ধে ঐতিহাসিক ম্য়াচ জিতে জাপানের (Germany vs Japan) ফুটবলাররা আনন্দে মেতেছিলেন। কিন্তু তার মাঝেও অনন্য এক উদাহরণ তৈরি করলেন জাপানি ফুটবলাররা।
ম্যাচ জিতে স্টেডিয়াম ছেড়ে বেরনোর আগে নিজেদের চেঞ্জরুম সাফাই করে গেলেন রিৎসু দোয়ান ও তাকুমা আসানোরা। এতই পরিপাটি করে লকার রুম গুছিয়ে গেলেন তাঁরা যে, মুগ্ধ বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফাও।
জাপানের সমর্থকরা গত কয়েক বছর ধরেই গোটা বিশ্বে বন্দিত হচ্ছেন। কারণ, জাপানের কোনও ম্যাচ থাকলেই খেলা শেষ হওয়ার পর গ্যালারি সাফসুতরো করে দিয়ে আসেন তাঁরা। সমস্ত জঞ্জাল বস্তায় ভরে নির্দিষ্ট জায়গায় রেখে আসেন। এবার সেই পথে হাঁটলেন রিৎসু, তাকুমারাও।
ফিফা তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা যাচ্ছে, পরিপাটি করে সাজানো লকার রুম। ফিফার তরফে ক্যাপশে লেখা হয়েছে, 'জার্মানিকে বিশ্বকাপের চতুর্থ দিনে ঐতিহাসিকভাবে হারানোর পর গ্যালারির জঞ্জাল পরিষ্কার করেছেন জাপানের সমর্থকেরা। সেই সঙ্গে খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামের লকার রুম এভাবেই রেখে গিয়েছেন জাপানের ফুটবলাররা। একটাও দাগ নেই'।
After an historic victory against Germany at the #FIFAWorldCup on Match Day 4, Japan fans cleaned up their rubbish in the stadium, whilst the @jfa_samuraiblue left their changing room at Khalifa International Stadium like this. Spotless.
— FIFA.com (@FIFAcom) November 23, 2022
Domo Arigato.👏🇯🇵 pic.twitter.com/NuAQ2xrwSI
বুধবার যেন বৃহস্পতিবারের আর্জেন্তিনা বনাম সৌদি আরবের ম্যাচের অ্যাকশন রিপ্লে। জার্মানিও পেনাল্টি থেকে প্রথম গোল করে এগিয়ে গিয়েছিল। পরে জাপানের দুই পরিবর্ত ফুটবলার রিৎসু দোয়ান ও তাকুমা আসানো শেষ ১৫ মিনিটে ২ গোল করে জাপানকে অবিশ্বাস্য জয় এনে দেন।
আরও পড়ুন: মেসিতে আস্থা, আর্জেন্তিনীয়রা এখনও নক আউটের স্বপ্ন দেখছেন, দোহায় উপলব্ধি বাঙালি ফুটবলপ্রেমীর